স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৫:৫৪ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ
২০২৪ কোপা আমেরিকা

ব্রাজিলের চেয়ে মেসিদের ম্যাচের টিকিট মূল্য বেশি

কোপায় মেসির ম্যাচের টিকিট মূল্য সবচেয়ে বেশি । ছবি : সংগৃহীত
কোপায় মেসির ম্যাচের টিকিট মূল্য সবচেয়ে বেশি । ছবি : সংগৃহীত

আর মাত্র ৮ দিন পরে শুরু হচ্ছে লাতিন আমেরিকার দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। কোপা আমেরিকার এবারের আসরটি একটু আলাদা কারণ এবার শুধু দক্ষিণ আমেরিকা নয় খেলছে উত্তর আমেরিকার ছয়টি দেশও। জুনের ২০ তারিখ থেকে শুরু হওয়া এই আসর অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।

মহাদেশীয় এই আসর শুরু হওয়ার আগে আসরে অংশগ্রহণকারী দেশগুলোর ম্যাচের টিকিটের দাম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ার্ল্ড সকার রিভিউ। যেখানে দেখা যাচ্ছে কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচের টিকিট দ্রুত বিক্রি হয়ে গেছে এবং আর্জেন্টিনার অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে ভক্তদের দেখতে চাওয়ার আকাঙ্ক্ষার ফলে টিকিট পুনরায় বিক্রির বাজারে দাম বেড়ে গেছে।

আর্জেন্টিনার গ্রুপ স্টেজের তিনটি ম্যাচের টিকিট বিক্রির এক ঘণ্টার মধ্যেই সব বিক্রি হয়ে যায়, যার ফলে বিকল্প টিকিট মার্কেটগুলোতে টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের অন্যান্য দেশের তুলনায় আর্জেন্টিনার ম্যাচগুলির জন্য দেখা যায় টিকিটের বেশি দাম নির্ধারণ করা হয়েছে, এমনকি তা স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও ফুটবল পরাশক্তি ব্রাজিলের ম্যাচ থেকেও বেশি।

টুর্নামেন্টের আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের টিকিটের প্রাথমিক মূল্য ২১৫ ডলার থেকে শুরু যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ হাজার টাকা। যা দ্রুত বেড়ে ২৮০ ডলার পর্যন্ত গিয়েছিল। বর্তমানে বৈধ পথে এই টিকিটি ক্রয়ের কোন উপায় নেই। টিকিট পুনরায় বিক্রির প্ল্যাটফর্মেও এর দাম অত্যাধিক বেড়ে যায়, টিকিটমাস্টারে এগুলোর মূল্য ৩০৩ ডলার সর্বনিম্ন দাম দেখাচ্ছে এবং ভিভিড সিটস-এ এটি ২৪৪ থেকে শুরু হয়।

অন্যান্য দলের গ্রুপ স্টেজের ম্যাচগুলির জন্য টিকিটের দাম আবার উল্লেখযোগ্যভাবে কম। মেটলাইফ স্টেডিয়ামে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ এবং হার্ড রক স্টেডিয়ামে পেরুর বিপক্ষে ম্যাচের পুনরায় বিক্রয়ের টিকিটের দাম টিকিটমাস্টারে যথাক্রমে ৩৫৮ এবং ৪৭৪ ডলার থেকে শুরু হয়। ভিভিড সিটস চিলির ম্যাচের জন্য ২৬৩ এবং পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ৩৫৪ ডলার থেকে কম দামে টিকিট অফার করছে।

তুলনামূলকভাবে, অন্যান্য কোপা আমেরিকার ম্যাচগুলির টিকিট অনেক সস্তা। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিট বোলিভিয়ার বিপক্ষে মাত্র ৬০ ডলার থেকে শুরু হয়। ইকুয়েডর বনাম ভেনেজুয়েলা এবং পেরু বনাম চিলির ম্যাচের টিকিট যথাক্রমে ৪৫ এবং ৫০ ডলার থেকে শুরু হয়।

আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচগুলোর জন্য প্রিমিয়াম মূল্য নির্ধারণ করা হয়েছে কারণ তারা গ্লোবাল ফুটবল শক্তিশালী এবং ভক্তদের পছন্দের দল। তবে তবুও ব্রাজিলের ম্যাচের টিকিট মূল্য আর্জেন্টিনা থেকে অনেক কম। মাত্র ৯১ ডলার খরচ করলেই দেখা যাবে ব্রাজিল ও কোস্টারিকার ম্যাচ।

যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে প্রীতি ম্যাচ খেললেও, এই টুর্নামেন্টটি আমেরিকান ভক্তদের জন্য একটি বিরল সুযোগ যা তাদেরকে গুরুত্বপূর্ণ ম্যাচে দেখতে পাওয়া। আর্জেন্টিনা এবং ব্রাজিল তাদের গ্রুপে শীর্ষে থাকলে তারা কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হতে পারে, যা টিকিটের দাম আরও বাড়াতে পারে।

১৪টি মার্কিন শহরে অনুষ্ঠিতব্য ২০২৪ কোপা আমেরিকা আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হবে যা আটলান্টার মের্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ ১৪ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X