স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৪:৩৭ এএম
অনলাইন সংস্করণ
ইউরো ২০২৪

উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বড় জয়

ইউরোর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে স্বাগতিক জার্মানির গোল উৎসব। ছবি : সংগৃহীত
ইউরোর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে স্বাগতিক জার্মানির গোল উৎসব। ছবি : সংগৃহীত

চার বছর পর আবার মাঠে গড়িয়েছে ফুটবলের অন্যতম বড় প্রতিযোগিতা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরো। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এবারের আসর হচ্ছে জার্মানিতে। আসরের প্রথম দিনই জার্মানি ঘরের মাঠে ইউরো অভিযান শুরু করলো একটি শক্তিশালী ৫-১ গোলে জয়ের মাধ্যমে।

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সময় শনিবার (১৫ জুন) রাত ১টায় অনুষ্ঠিত ম্যাচে টুর্নামেন্টের স্বাগতিকরা রেকর্ড চতুর্থ ইউরোপিয়ান শিরোপা অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নেমে গোলের ঝড় তুলে এবং আধিপত্য দেখিয়ে আসরের শুভ সূচনা করে।

ফ্লোরিয়ান উইর্টজ ম্যাচের ১০ মিনিটে স্কোরিং শুরু করে জার্মানির ইতিহাসে সর্বকনিষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ গোলদাতা হন ২১ বছর বয়সে। তার গোলের পর ১৯তম মিনিটে জামাল মুসিয়ালা একটি গোল করেন এবং হাফ টাইমের ঠিক আগে কাই হ্যাভার্টজ পেনাল্টি থেকে গোল করেন। স্কটল্যান্ডের রায়ান পোর্টিউস জার্মান অধিনায়ক ইলকায় গুন্ডোগানকে বিপজ্জনক ট্যাকেল করার কারণে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন।

প্রথমার্ধে ৩-০ লিড নিয়ে জার্মানি দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে। পরিবর্তিত খেলোয়াড় নিকলাস ফুলক্রুগ ৬৮তম মিনিটে চতুর্থ গোলটি করেন। স্কটল্যান্ডের অবস্থা আরও খারাপ হয় যখন ৮৭তম মিনিটে আন্তোনিও রুডিগার নিজের জালে বল পাঠিয়ে তাদের একমাত্র সান্ত্বনার গোলটি দেন। ইনজুরি সময়ে এসে এমরে চান শেষ গোলটি করেন।

জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান তার দলের আক্রমণ তীব্রতা এবং কৌশলগত বাস্তবায়নের প্রশংসা করেন। অধিনায়ক গুন্ডোগান বলেন, ‘আমরা অনেক তীব্রতা নিয়ে খেলেছি এবং সঠিক স্থানে পাস দিতে পেরেছি। প্রথমার্ধটি অসাধারণ ছিল। এই শুরুটাই আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা যে গোলটি খেয়েছি তা আমাদের মনে করিয়ে দেয় যে এই টুর্নামেন্টের প্রতিটি দলই গুণমান সম্পন্ন।’

স্কটল্যান্ড, যারা একটি শটও টার্গেটে রাখতে পারেনি, এখন কঠিন এক পথের সামনে। তাদের অধিনায়ক অ্যান্ডি রবার্টসন দলের খারাপ পারফরম্যান্স স্বীকার করেছেন। তিনি বলেন, `প্রথমার্ধে আমরা সবকিছু ভুল করেছি। আমাদের দ্রুত ফিরে আসতে হবে।'

জার্মানি বুধবার হাঙ্গেরির মুখোমুখি হবে, তারপর সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এদিকে, স্কটল্যান্ডকে তাদের সম্ভাবনা পুনরুদ্ধার করতে এবং বড় টুর্নামেন্টে প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরোতে সুইজারল্যান্ডের সাথে খেলার জন্য দ্রুত সংগঠিত হতে হবে।

জার্মানির জোরালো জয় ইঙ্গিত দিচ্ছে তাদের এক দশকব্যাপী ট্রফি খরা শেষ করার জন্য দলটির সংকল্পের ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন ডট লিমিটেডের স্নাকি নাইট অনুষ্ঠিত

এবার খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত বেড়ে চার

দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জে বাংলাদেশ সনাতন পার্টির বস্ত্র বিতরণ

৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের এডহক কমিটি গঠন

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, বহু প্রাণহানির আশঙ্কা

রাজধানীতে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার অভিষেক অনুষ্ঠিত

রাতে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি, এই তথ্য কি সত্য?

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন

ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

১০

ড. ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন

১১

মাদকবিরোধী বার্তা নিয়ে ঢাকায় খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশনের ফুটবল ফেস্ট 

১২

জামিনে বেরিয়ে আবারও বিএনপি নেতাকর্মীদের যুবলীগ নেতার নির্যাতন

১৩

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

১৪

নিশীথে মস্তিষ্কের পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্যে তার অমূল্য অবদান

১৫

নদীর পাড়ে পাওয়া অবিস্ফোরিত গ্রেনেড নিয়ে খেলছিল শিশু

১৬

ঢাবিতে ১২ দিনের ছুটি, স্থগিত সব পরীক্ষা

১৭

মায়ের সামনেই দেহ থেকে শিশুর মাথা আলাদা করে ফেললেন যুবক

১৮

ড. ইউনূসের সঙ্গে ছবি তুলতে পোজ দিলেন ট্রাম্প ও তার স্ত্রী

১৯

চাকরি ছেড়ে বিসিবি নির্বাচন করবেন সাবেক বাঁহাতি স্পিনার

২০
X