আজ বুধবার (১৯ জুন) বিকাল ৪টায় বসুন্ধরাস্থ গ্রিন ভিল স্টেডিয়ামে প্রথম বঙ্গবন্ধু ইন্দো-বাংলা ফুটসাল কাপম ২০২৪-এর বাংলাদেশ বনাম ভারত অনূর্ধ্ব-১৮ মধ্যকার ৩ ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ ৩-০ ম্যাচে জয়লাভ করে।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ দল ৪-২ গোলে এবং ২য় ম্যাচে ৪-১ গোলে ভারতকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে। আজ নিয়ম রক্ষার ম্যাচেও বাংলাদেশ দল ভারতকে হারায় ৭ - ৪ গোলের ব্যবধানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পিবিআই প্রধান ও বাংলাদেশ সকার ফুটসাল এসোসিয়েশনের সভাপতি বনজ কুমার মজুমদার বিপিএম (বার) পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ মনিরুল হক, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। সিরিজ ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ সকার ফুটসাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রবিউল আলম।
প্রতিযোগিতায় বাংলাদেশ সকার ফুটসাল এসোসিয়েশনের জাতীয় দল ও ভারতের পক্ষে অল মেঘালয় ফুটসাল সকার এসোসিয়েশন দল দুটি অংশগ্রহণ করে।
বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন শিহাব আহাম্মদ আলভী।
ভারতীয় দলের কোচ ছিলেন Christopher Hahshah
ভারতীয় দলের খেলায়াররা হলেন-
1.Rahul T Sangma 2.Silbanus Diengngan 3.Abandon Nongtnger 4.Mandelord Hahshah 5.Shaniahskhem L Marshillong.
বাংলাদেশ দলে ছিলেন, Muztabir, Arafatul Hasnat Emon, Mahmudul Hasan Hamja, Mohammad Tasin Sharier, Khan Md.Yeasir Mahmood Shanjid, Arfi Mohammad Afnan,Torikul Islam, Marzuq Hasan mahadi.
মন্তব্য করুন