জয় দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করার লক্ষ্য ব্রাজিলের। তবে সেই লক্ষ্যে বাঁধা কোস্টারিকা। প্রথমার্ধে সেলেসাওদের রুখে দিয়েছে মধ্য আমেরিকার দেশটি। গোলশূন্যভাবে শেষ হয় দুই দলের ম্যাচের প্রথমার্ধ।
ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে গ্রুপ-ডি লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে ব্রাজিল। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিস্ময় বালক এনদ্রিকে বাইরে রেখে একাদশ সাজান ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।
ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে ব্রাজিলিয়ানরা। তবে ভাঙা যায়নি কোস্টারিকার রক্ষণ। ম্যাচের ৩৩ মিনিটে অবশ্য গোল পেয়েছিল সেলেসাওরা। রাফিনিয়ার ফ্রি কিক থেকে রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে গোল করেন মার্কুইনহোস।
তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) বাতিল হয় গোলটি। কারণ রাফিনিয়া যখন ফ্রি কিক নিচ্ছিলেন, তখন অফসাইডে ছিলেন রদ্রিগো। এরপর প্রথমার্ধের বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনো দল।
মন্তব্য করুন