

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার ‘বি’ ইউনিটে মোট ৭৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৯ হাজার ৮০৭ শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়ে ১০২ পরীক্ষার্থী।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে এ পরীক্ষা শুরু হয়, যা চলে সাড়ে ৪টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকার কেন্দ্রগুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়, কেএল জুবলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এ ছাড়া ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক কেন্দ্র রয়েছে।
এবার ‘বি’ ইউনিটে মোট ৭৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৯ হাজার ৮০৭ শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়ে ১০২ পরীক্ষার্থী।
পরীক্ষা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক খ্রিস্টিন রিচার্ডসন জানান, সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকার বাইরে তিনটি কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষক মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরীক্ষাকালীন সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি রয়েছে।
তিনি আরও জানান, অভিভাবকদের জন্য বাহাদুর শাহ পার্কে ৫০০ জন বসার ব্যবস্থা করা হয়েছে এবং বিশুদ্ধ পানির জন্য ওয়াসার ৪টি পানির ট্যাংক স্থাপন করা হয়েছে।
মন্তব্য করুন