কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৭:৫৩ এএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

প্রথমার্ধে প্যারাগুয়ের জালে ব্রাজিলের ৩ গোল

গোলের পর ভিনিসিয়ুস জুনিয়র ও সাভিনহো’র উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর ভিনিসিয়ুস জুনিয়র ও সাভিনহো’র উল্লাস। ছবি : সংগৃহীত

ঘটনাবহুল প্রথমার্ধ, আত্মঘাতী গোল থেকে রক্ষা, পেনাল্টি থেকে গোল মিস, এরপর ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া ও সাভিনহো’র এক গোল। ফলে জিততেই হবে এমন ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে ব্রাজিল।

লেস ভেগাসে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ব্রাজিল। দ্বিতীয় মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের প্রচেষ্টা আটকে যায় প্যারাগুয়ে রক্ষণে।

কোপায় নিজেদের প্রথম গোলের লক্ষ্যে ম্যাচের ৬ মিনিটে জোয়াও গোমেজের দূরপাল্লার জোরালো শট চলে যায় পোস্টের ওপর দিয়ে।

ম্যাচের ১৫ মিনিটে প্রায় গোল পেতে যাচ্ছিল প্যারাগুয়ে। ডেমিয়ান বোবাদিলার শট মিলিতাওয়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে বল যাচ্ছিল ব্রাজিলের পোস্টে। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে সেই গোল বাঁচান গোলকিপার অ্যালিসন।

২৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে মার্কুইনহসের হেড চলে যায় পোস্টের ওপর দিয়ে। ২৯ মিনিটে ডি-বক্সে গণ্ডগোল পাকিয়ে ফেলেন ব্রাজিলিয়ানরা। ছোট্ট জায়গা পেয়ে পোস্টে শট নেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাডিলা। বল চলে যায় অ্যালিসনের হাতে।

ম্যাচের ৩১ মিনিটে গোলের সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে ব্রাজিল। ডি-বক্সে প্যারাগুয়ের মিডফিল্ডার অ্যাড্রিয়ান কিউবাস হ্যান্ডবল করলে পেনাল্টি পায় সেলেসাওরা। লুকাস প্যাকুয়েটা পেনাল্টি শট মারেন গোলপোস্টের বাইরে।

৩৫ মিনিটে দায়মোচন করেন প্যাকুয়েতা। এই অ্যাটাকিং মিডফিল্ডারের দারুণ অ্যাসিস্টে অনেকটা ফাঁকা জায়গা বল পেয়ে ডান পায়ের শটে এবারের কোপায় ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।

৪৩ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করে রাফিনিয়ার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া সাভিনহো। বাঁ-প্রান্তে রদ্রিগোর শট প্যারাগুয়ের গোলকিপার গায়ে লেগে বল চলে যায় ডান প্রান্তে ফাঁকায় দাঁড়িয়ে থাকা সাভিনহো’র কাছে। ফাঁকা পোস্টে গোল করতে ভুল করেননি তিনি।

প্রথমার্ধের যোগ করার সময়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পড়াব : নুর

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

চট্টগ্রামে প্লাস্টিকের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

১০

সুরাহা না হলে রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে : হাদি

১১

দরপত্র ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ বিক্রির অভিযোগ

১২

ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

১৩

ভারতকে ট্রফি না দেওয়ায় জাতীয় সম্মাননা পাচ্ছেন মহসিন নকভি

১৪

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

১৫

মা ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি

১৬

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর কারাগারে

১৭

জামায়াত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় : শফিকুর রহমান

১৮

সাংবাদিক হায়াত হত্যা, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

১৯

দুর্গোৎসব পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে পারভেজ মল্লিক / বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অনেকটাই ধরে রেখেছে সনাতন ধর্মাবলম্বীরা

২০
X