স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৪:১৪ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ
প্যারিস অলিম্পিক

বেতনের দাবিতে ধর্মঘটে ৩০০ নৃত্যশিল্পী!

প্যারিস অলিম্পিক। ছবি : সংগৃহীত
প্যারিস অলিম্পিক। ছবি : সংগৃহীত

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপর পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব অলিম্পিকের। আয়োজক শহর প্যারিসজুড়ে সাজসাজ রব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও ফ্রান্স অলিম্পিক সংস্থা।

আগামী ২৬ জুলাই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিকতা। এর আগে ২৪ জুলাই শুরু অলিম্পিকের মাঠের লড়াই। তবে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিপাকে পড়তে যাচ্ছেন আয়োজকরা। বেতন বৈষম্যের অভিযোগে ধর্মঘটে করছেন উদ্বোধনী অনুষ্ঠানের বিপুল সংখক নৃত্যশিল্পী।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অলিম্পিকের আয়োজক কমিটির দাবি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ৩ হাজার নৃত্যশিল্পী। এদের মধ্যে বেতন বৈষম্যের অভিযোগ তুলে এসএফএ-সিজিটি সংগঠনের ৩০০ নৃত্যশিল্পী ধর্মঘট করেছেন।

ধর্মঘটকারীদের দাবি, অলিম্পিকের দায়িত্বে থাকা পুলিশকর্মী ও পৌরকর্মীদের বেতন ধরা হয়েছে ১৯০০ ইউরো বা ২ লাখ ৪৩ হাজার টাকা। অথচ, উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া নৃত্যশিল্পীদের পর্যাপ্ত বেতন না দেওয়ার অভিযোগ করা হয়।

যদিও ধর্মঘটে থাকা সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন অলিম্পিকের আয়োজকরা। সেখানে ১২০ ইউরো বা ১৫ হাজার টাকা বাড়িয়ে নতুন প্রস্তাব দেওয়া হয়। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে ধর্মঘট অব্যাহত রেখেছেন নৃত্যশিল্পীরা। এতে শঙ্কা তৈরি হয়েছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে।

একই দাবিতে ফ্রান্সের বেসরকারি সংস্থায় থাকা আরও অনেক কর্মী ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন। তাদের দাবি বর্তমানে ইউরোপজুড়ে চলছে গ্রীষ্মকালীন ছুটি। এ সময়ে আয়োজন হচ্ছে অলিম্পিক। এতে ছুটি চলাকালে কাজ করছেন তারা।

এ জন্য অতিরিক্তি বোনাস দাবি করেছেন ফ্রান্সের বেসরকারি সংস্থাটির অনেক কর্মী। এ দাবি না মানলে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।

সিটি অব লাভ-প্যারিসজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্বের সেরা ক্রীড়া অ্যাথলেটদের মিলনমেলা বসবে ফ্রান্সের রাজধানীতে। এবারের আসরে অংশ নেবেন ২০৬ দেশের ১০,৫০০ অ্যাথলেট।

এছাড়াও অংশ নেবে জাতীয় অলিম্পিক কমিটির (এনওসি) ‘স্বতন্ত্র নিরপেক্ষ ক্রীড়াবিদ এবং শরণার্থী’ অলিম্পিক দল। চার ইভেন্টে অংশ নেবেন বাংলাদেশের পাঁচ অ্যাথলেট।

চলতি বছর ২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে প্যারিস অলিম্পিকের। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ফুটবলসহ মাঠে গড়াবে বেশ কয়েকটি ইভেন্ট। ২৪ জুলাই থেকে শুরু ফুটবল ও রাগবি সেভেনস। আর ২৫ জুলাই শুরু হবে আরচারি ও হ্যান্ডবল।

১৯ দিনের ক্রীড়াযজ্ঞ শেষে আগামী ১১ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে প্যারিস অলিম্পিকের। ৩২ ইভেন্টে ৩২৯ স্বর্ণ পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্রীড়াবিদরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন : নাহিদ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

কোনো দলের সম্পদ নয়, গোপালগঞ্জ বাংলাদেশের : সারজিস

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা

১০

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

১১

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

১২

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

১৩

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

১৪

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

১৫

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

১৬

বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবির ও সেক্রেটারি সাকিব

১৭

উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস, ডেকে আনছেন যেসব ক্ষতি

১৮

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার

১৯

পুলিশ সদর দপ্তরের পর্যালোচনা / ছয় মাসে ২৭ হত্যার কোনোটিই সাম্প্রদায়িক সহিংসতায় নয়

২০
X