সোমবার (২৯ জুলাই) অলিম্পিকের তৃতীয় দিনে হবে ১৯টি পদকের নিষ্পত্তি। আর এ দিন প্রথম সোনা গেছে দক্ষিণ কোরিয়ার ঝুলিতে। নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে দিনের প্রথম সোনাটি জিতেছেন দক্ষিণ কোরিয়ার বয়ী বান হিওইন। ১৬ বছর বয়সী এ শুটার এখনো হাইস্কুলের ছাত্রী।
সোনা জয়ের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং। দুজনের স্কোর ছিল সমান ১২১.৮ করে। তবে শুট-অফে চূড়ান্ত হয় সোনাজয়ী। হিওইন শটে স্কোর তোলেন ১০.৪। ইউতিং স্কোর করেন ১০.৩। এতে সোনা নিশ্চিত হয় হিওইনের। ২৩০.৩ স্কোর করে এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের অড্রি গোগনিয়াট।
এদিকে দিনের শুরুতে আবারও আলোচনায় আসে সিন নদীর দূষণ। ট্রায়াথলনের অনুশীলন বাতিল করে আয়োজকরা। প্যারিস অলিম্পিকের আয়োজক ও ওয়ার্ল্ড ট্রায়াথলন ফেডারেশন যৌথ বিবৃতিতে জানায়, বৃষ্টির পরও সিন নদীতে দূষণের পাশাপাশি পানি কম রয়েছে।
এ জন্য বাতিল করা হয় সব ধরনের অনুশীলন। এরপরও আগামী ৩০-৩১ জুলাই মূল ইভেন্ট আয়োজন করার বিষয়ে আত্মবিশ্বাসী উভয়পক্ষ।