

মার্কেটে কেনাকাটায় ব্যস্ত ছিলেন ক্রেতারা। হঠাৎ করেই সেখানে ঢুকে পড়ে একটি ট্রাক। এতে দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৮ জন। আর এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ২০ কিলোমিটার দূরে বুচন শহরে।
ব্যস্ততম মার্কেটে ট্রাক ঢুকে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, নীল রঙের একটি ট্রাক হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে মার্কেটের মধ্যে ঢুকে পড়ে। এতে ট্রাকের ধাক্কায় বেশ কয়েকটি দোকান পুরোপুরি মাটির সঙ্গে মিশে যায়।
দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারানোর পর এটিকে লোকালয় থেকে দূরে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তা আর সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, চালক মাতালও ছিল না। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ট্রাকটি তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন