চীনের ঝেং হাওহাও। বয়স মাত্র ১১ বছর। এ বয়সেই রপ্ত করেছেন স্কেটবোর্ডিংয়ের মতো বিপজ্জনক খেলা। শুধু কি তাই হাওহাও এবারের প্যারিস অলিম্পকের সবচেয়ে কম বয়সী অ্যাথলেট। স্কেটবোর্ডিংয়ে চীনের হয়ে গোল্ড মেডেল জেতার লড়াইয়ের জন্য শেষ দিকের প্রস্তুতি নিচ্ছেন এই শিশু।
এতো বড় সফলতা পাওয়া মোটেই সহজ ছিল না হাওহাওয়ের জন্য। নানা চড়াই-উতরাই আর কঠিন প্রতিযোগিতার মাধ্যমে শেষ পর্যন্ত এই অল্প বয়সেই নিজের স্বপ্নপূরণের ঠিক কাছে তিনি।
১১ বছরেরর এই বালিকা বলেন, ‘অলিম্পিকের বাছাইয়ে প্রথম দুই পর্বে আমি ততটা ভালো করতে পারিনি। তাই তিন নম্বর ধাপে অনেক ভালো না করলে অলিম্পিকে কোয়ালিফাই করতে পারব না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি এবং সফল হই। অলিম্পিকে কোয়ালিফাই করতে পেরে আমি অনেক খুশি। আমার মায়েরও খুশির সীমা নেই। আমার খেলার সেসব ভিডিও মোবাইলে সারাক্ষণই দেখেন তিনি।’
হাওহাওয়ের কোচ ড্যানি। শিষ্যের এমন সাফল্যে বেজায় খুশি তিনি। তার প্রশংসায়ও পঞ্চমুখ এই কোচ।
তিনি বলেন, ‘হাওহাওয়ের সবচেয়ে বড় শক্তি ও খুব তাড়াতাড়ি শিখতে পারে। সে যেটা প্র্যাকটিস করে খুব তাড়াতাড়ি সেটা আত্মস্থ করে ফেলে এবং সেখান থেকে নতুন কিছুর চেষ্টা করে। কোচ হিসেবে যা আমি অন্যদের মাঝে খুব কমই দেখি।’
৬ আগস্ট থেকে শুরু হবে স্কেটবোর্ডিংয়ের মেয়েদের খেলা। সেখানে দেখা যাবে এই ১১ বছর বয়সী স্কেটবোর্ডারকে। কোয়ালিফায়ার শেষে ফাইনালের জন্য লড়বেন অ্যাথলেটরা।
২৬ জুলাই থেকে শুরু হওয়া প্যারিস অলিম্পিকের এবারের আসরে ৩২ ডিসিপ্লিনে মোট ৩২৯টি ইভেন্ট। সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ২০ ডিসিপ্লিনে মোট ৪০৫ চীনা অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের আসরে।
মন্তব্য করুন