স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৭:২৮ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নাদালের বিরক্তি, জকোভিচের অভিমান

ম্যাচের পরে নাদাল ও জোকোভিচ। ছবি : সংগৃহীত
ম্যাচের পরে নাদাল ও জোকোভিচ। ছবি : সংগৃহীত

রাফায়েল নাদালের দুর্গ রোঁলা গাঁরোতে বরাবর ফেভারিট তিনি। প্যারিস অলিম্পিকের সিঙ্গেলসে স্প্যানিশ তারকাকে উড়িয়ে দিয়ে সেই দুর্গের দখল নিয়েছেন নোভাক জকোভিচ। কিন্তু ফরাসি ওপেনের ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল হারলেও দর্শকের হৃদয়ের রাজা থেকে গেছেন তিনি। দর্শকের চিৎকার শুনে সেটা বুঝতে পারছিলেন জকোভিচও। দু-একবার কানে হাত দিয়ে অন্যরকম ইঙ্গিত করছিলেন তিনি। কিছুটা অন্যরকম অঙ্গভঙ্গিও করতে দেখা যায় তাকে, যা দেখে দর্শক দুয়ো দিতে থাকেন। এতে অভিমান করেছেন তিনি। আর হারার পর অবসর নিয়ে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করেছেন নাদাল।

নোভাক জকোভিচের বিপক্ষে সরাসরি ৬-১, ৬-৪ গেমে হেরে প্যারিস অলিম্পিকের সিঙ্গেলসের লড়াই থেকে বিদায় নিয়েছেন নাদাল। ধুলার কোর্টের রাজাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন জকোভিচ। দুজনে ৬০তম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন। ৩০-৩০ করতে পারতেন নাদাল। কিন্তু জয় তুলে নিয়ে মুখোমুখি লড়াইয়ে ২৯-৩১ ব্যবধানে এগিয়ে গেছেন জকোভিচ। লম্বা সময় চোটের জন্য খেলার মধ্যে ছিলেন না নাদাল। তিনি এখন বাছাই তালিকায় নেই।

অলিম্পিক সিঙ্গেলস থেকে বিদায় নেওয়ার পর অবসর নিয়ে প্রশ্ন করলে ক্ষেপে যান নাদাল। সাংবাদিকদের ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘রোজ রোজ এক প্রশ্ন কেন? প্রতিদিন আপনারা চাচ্ছেন আমি অবসর নিই, প্রতিদিন। আমি চেষ্টা করছি প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার। কিন্তু প্রতিদিন এটা আমার শেষ ম্যাচ ভেবে খেলা সম্ভব নয়। আমি এখানে এসেছি নিজের সেরাটা দিতে। যেদিন অবসর নেব বা অবসর নেওয়ার কথা ভাবব, আমি আপনাদের জানিয়ে দেব। এখন আমি খেলাটা উপভোগ করার চেষ্টা করছি।’

জকোভিচের বিপক্ষে এক ঘণ্টা ৪৩ মিনিট টিকে থাকতে পেরেছিলেন নাদাল। দাপুটে টেনিস খেলার জন্য সার্বিয়ান তারকাকে কৃতিত্ব দিয়েছেন স্পেনের টেনিস তারকা নাদাল, ‘একজন খেলোয়াড় অন্যজনের থেকে অনেকটাই ভালো খেলেছে। এটা মেনে নিতে হবে। এই হার মেনে নেওয়া কঠিন ছিল। কিন্তু আমি মেনে নিয়েছি। কারণ আমি জানতাম, এমনটা হতে পারে। যে ধরনের টেনিস খেলা প্রয়োজন ছিল, তা আমি খেলতে পারিনি। ১৫ বছর আগে আমার পা যেভাবে চলত, এখন সেটা হয় না। এ অবস্থায় ইতিহাসের সেরা টেনিস খেলোয়াড়কে বিপদে ফেলা কঠিন।’

প্যারিস অলিম্পিকের তৃতীয় রাউন্ডে ওঠার পর জকোভিচ বলেন, ‘টেনিস ইতিহাসে আর কোনো প্রতিপক্ষের বিপক্ষে আমার ৬০ ম্যাচ নেই। এ সংখ্যাটাই দ্বৈরথকে বিশেষ করেছে। আশা করছি, আমরা আরও একবার বা কয়েকবার মুখোমুখি হবো। বিশ্বের অন্য কোথাও, অন্য কোনো কোর্টে। কারণ, এতে টেনিসের লাভই হবে। আমি জানি না তার শরীর কেমন। আশা করছি, আমরা আরও খেলব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যারা ফ্যাসিস্ট তাদের আমরা আইনের আওতায় আনব’

কর কর্মকর্তা মাসুদুর রহমানকে বরখাস্ত

নুরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল  

হংকংকে বিদায় করে সুপার ফোরে এক পা লঙ্কানদের

প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি

মতামত ছাড়া বিভাগের প্রস্তাবনা, ঐকমত্য কমিশনকে লিগ্যাল নোটিশ 

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

তিন জেলার ডিসিকে প্রত্যাহার

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি কবে থেকে শুরু

ডাকসুর ভোট এবার ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন

১০

আরও বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ

১১

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে রিয়াল শিবিরে সুসংবাদ

১২

সাতক্ষীরায় ৭ বস্তা পলিথিন পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত

১৩

‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

১৪

এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

১৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক / ছয় লেনের পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৬

আদালতের বারান্দায় নৃশংস হামলা, বিচার চেয়ে কাঁদল ভুক্তভোগী পরিবার

১৭

এবার হরতালের ডাক মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীর 

১৮

বিদেশি নয়, মন টানে দেশি ছেলেই : সেমন্তী সৌমি

১৯

দুধ দিয়ে গোসল করে ২৫ বছরের সংসার ছাড়লেন লিটন

২০
X