স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৭:২৮ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নাদালের বিরক্তি, জকোভিচের অভিমান

ম্যাচের পরে নাদাল ও জোকোভিচ। ছবি : সংগৃহীত
ম্যাচের পরে নাদাল ও জোকোভিচ। ছবি : সংগৃহীত

রাফায়েল নাদালের দুর্গ রোঁলা গাঁরোতে বরাবর ফেভারিট তিনি। প্যারিস অলিম্পিকের সিঙ্গেলসে স্প্যানিশ তারকাকে উড়িয়ে দিয়ে সেই দুর্গের দখল নিয়েছেন নোভাক জকোভিচ। কিন্তু ফরাসি ওপেনের ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল হারলেও দর্শকের হৃদয়ের রাজা থেকে গেছেন তিনি। দর্শকের চিৎকার শুনে সেটা বুঝতে পারছিলেন জকোভিচও। দু-একবার কানে হাত দিয়ে অন্যরকম ইঙ্গিত করছিলেন তিনি। কিছুটা অন্যরকম অঙ্গভঙ্গিও করতে দেখা যায় তাকে, যা দেখে দর্শক দুয়ো দিতে থাকেন। এতে অভিমান করেছেন তিনি। আর হারার পর অবসর নিয়ে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করেছেন নাদাল।

নোভাক জকোভিচের বিপক্ষে সরাসরি ৬-১, ৬-৪ গেমে হেরে প্যারিস অলিম্পিকের সিঙ্গেলসের লড়াই থেকে বিদায় নিয়েছেন নাদাল। ধুলার কোর্টের রাজাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন জকোভিচ। দুজনে ৬০তম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন। ৩০-৩০ করতে পারতেন নাদাল। কিন্তু জয় তুলে নিয়ে মুখোমুখি লড়াইয়ে ২৯-৩১ ব্যবধানে এগিয়ে গেছেন জকোভিচ। লম্বা সময় চোটের জন্য খেলার মধ্যে ছিলেন না নাদাল। তিনি এখন বাছাই তালিকায় নেই।

অলিম্পিক সিঙ্গেলস থেকে বিদায় নেওয়ার পর অবসর নিয়ে প্রশ্ন করলে ক্ষেপে যান নাদাল। সাংবাদিকদের ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘রোজ রোজ এক প্রশ্ন কেন? প্রতিদিন আপনারা চাচ্ছেন আমি অবসর নিই, প্রতিদিন। আমি চেষ্টা করছি প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার। কিন্তু প্রতিদিন এটা আমার শেষ ম্যাচ ভেবে খেলা সম্ভব নয়। আমি এখানে এসেছি নিজের সেরাটা দিতে। যেদিন অবসর নেব বা অবসর নেওয়ার কথা ভাবব, আমি আপনাদের জানিয়ে দেব। এখন আমি খেলাটা উপভোগ করার চেষ্টা করছি।’

জকোভিচের বিপক্ষে এক ঘণ্টা ৪৩ মিনিট টিকে থাকতে পেরেছিলেন নাদাল। দাপুটে টেনিস খেলার জন্য সার্বিয়ান তারকাকে কৃতিত্ব দিয়েছেন স্পেনের টেনিস তারকা নাদাল, ‘একজন খেলোয়াড় অন্যজনের থেকে অনেকটাই ভালো খেলেছে। এটা মেনে নিতে হবে। এই হার মেনে নেওয়া কঠিন ছিল। কিন্তু আমি মেনে নিয়েছি। কারণ আমি জানতাম, এমনটা হতে পারে। যে ধরনের টেনিস খেলা প্রয়োজন ছিল, তা আমি খেলতে পারিনি। ১৫ বছর আগে আমার পা যেভাবে চলত, এখন সেটা হয় না। এ অবস্থায় ইতিহাসের সেরা টেনিস খেলোয়াড়কে বিপদে ফেলা কঠিন।’

প্যারিস অলিম্পিকের তৃতীয় রাউন্ডে ওঠার পর জকোভিচ বলেন, ‘টেনিস ইতিহাসে আর কোনো প্রতিপক্ষের বিপক্ষে আমার ৬০ ম্যাচ নেই। এ সংখ্যাটাই দ্বৈরথকে বিশেষ করেছে। আশা করছি, আমরা আরও একবার বা কয়েকবার মুখোমুখি হবো। বিশ্বের অন্য কোথাও, অন্য কোনো কোর্টে। কারণ, এতে টেনিসের লাভই হবে। আমি জানি না তার শরীর কেমন। আশা করছি, আমরা আরও খেলব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হীরার সন্ধানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই : তারেক রহমান

লাঙ্গল প্রতীক না পাওয়ায় অনশনে জাতীয় পার্টির নেতা

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

জুলাই আন্দোলনকে স্মরণ করে তারেক রহমানের আহ্বান

’৭১ ও ’২৪-এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে : তারেক রহমান

আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা ষড়যন্ত্রে লিপ্ত : তারেক রহমান

দেশের মানুষ ৫ আগস্টে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করেছে : তারেক রহমান

এভারকেয়ারের উদ্দেশে রওয়ানা দিলেন তারেক রহমান

বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে যে বার্তা দিলেন শান্ত

১০

আই হ্যাভ অ্যা প্ল্যান : তারেক রহমান

১১

‘মানুষ নিরাপদে বের হতে পারে ও ঘরে ফিরতে পারে, এমন দেশ গড়ব’

১২

ওসমান হাদিকে স্মরণ করে যা বললেন তারেক রহমান

১৩

যে কোনো মূল্যে দেশে শান্তি স্থাপন করতে হবে : তারেক রহমান 

১৪

আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান

১৫

মঞ্চে উঠলেন তারেক রহমান

১৬

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান

১৭

রণবীরের প্রসংসায় নওয়াজউদ্দিন সিদ্দিকী

১৮

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম

১৯

পথে পথে মানুষের ঢল, লাখো কণ্ঠের উচ্ছ্বাসে তারেক রহমানকে স্বাগত

২০
X