শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিভাগীয়-জেলা ক্রীড়া সংস্থায় থাকবে ছাত্র-সাংবাদিক

জাতীয় ক্রীড়া পরিষদ। ছবি : সংগৃহীত
জাতীয় ক্রীড়া পরিষদ। ছবি : সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পতন হয় শেখ হাসিনার সরকারের। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়ে ক্রীড়াঙ্গন সংস্কারের কথা জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সেই সংস্কারের অংশ হিসেবে ভেঙে দেওয়া হয় বিভাগীয়, জেলা, উপজেলা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি। একই সঙ্গে অ্যাডহক কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) এসব অ্যাডহক কমিটি গঠনের একটি রূপরেখা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

নির্বাহী আদেশের (জিও) মাধ্যমে বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি করতে বলা হয়েছে। তিন স্তরেই কমিটিতে ৭ জন করে রাখতে বলা হয়েছে।

বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্ষেত্রে পদাধিকার বলে কমিটির আহ্বায়ক হবেন বিভাগীয় কমিশনার। আর জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা পালন করবেন উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়কের দায়িত্ব।

এ ছাড়া তিন স্তরের কমিটিতে সরাসরি ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত (খেলোয়াড়, কোচ, রেফারি প্রমুখ) দুজন সদস্য হিসেবে, ক্রীড়া সম্পৃক্ত/সংগঠক ছাত্র প্রতিনিধি একজন, ক্রীড়া সাংবাদিক একজন সদস্য হিসেবে জেলা, বিভাগীয় ও উপজেলা ক্রীড়া সংস্থায় রাখতে বলা হয়েছে। স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী/ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি সদস্য হিসেবে থাকবেন।

সদস্য সচিব হিসেবে দায়িত্বে থাকবেন একজন সরকারি কর্মকর্তা। বিভাগীয় ক্রীড়া সংস্থায় উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর (সংশ্লিষ্ট বিভাগীয় সদর দপ্তর যে জেলায় অবস্থিত সে জেলার), জেলা ক্রীড়া সংস্থায় সদস্য সচিব পদে থাকবেন জেলা ক্রীড়া অফিসার।

যদি জেলায় জেলা ক্রীড়া অফিসারের পদ শূন্য থাকে তাহলে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সে দায়িত্ব পালন করবেন। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।

এদিকে ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন কবীর মুঠোফোনে কালবেলাকে জানান, ‘আমরা ক্রীড়া পরিষদ থেকে আজই (মঙ্গলবার) চিঠিটি পেয়েছি। দ্রুত জেলা ও উপজেলাগুলোর ক্রীড়া সংস্থা গঠনে হাত দেব। যতদ্রুত সম্ভব আমরা কমিটি করে ফেলব। কারণ জেলার ক্রীড়া উন্নয়নে কমিটিগুলো যেন দ্রুত কার্যক্রম শুরু করতে পারে।’

এনএসসির সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়- বিভাগীয় কমিশনার, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন করে অনুমোদনের জন্য এনএসসিতে প্রেরণ করবে। আর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা ক্রীড়া সংস্থা গঠন করে জেলা প্রশাসকের কাছ থেকে অনুমোদন নেওয়ার অনুরোধ করা হয়েছে।

যদিও বিভাগীয় ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা পুনর্গঠন নিয়ে কিছুই জানায়নি এনএসসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১০

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১১

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১২

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

১৩

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

১৪

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

১৫

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

১৬

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

১৭

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

১৮

বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : শিশির মনির

১৯

আলোচনা ছাড়াই করা গোপন চুক্তিতে জনগণের দায় নেই : জোনায়েদ সাকি

২০
X