ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

এখনই প্রস্তুতি শুরুর তাগিদ

ফেডারেশন আয়োজিত সংবর্ধনায় হকি দল। ছবি : সংগৃহীত
ফেডারেশন আয়োজিত সংবর্ধনায় হকি দল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফেরা যুব হকি দলকে যে পুরস্কার দেওয়া হলো, তা প্রত্যেক সদস্যর মধ্যে ভাগ করলে মাথাপ্রতি অঙ্কটা দাঁড়াচ্ছে ২৩ হাজার ৮০৯ টাকা!

এ নিয়ে আলোচনা-সমালোচনা হওয়াটা স্বাভাবিক, হচ্ছেও তাই। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বললেন, ‘দলের সদস্যদের জন্য তাৎক্ষণিক পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল। আমি বিশ্বাস করি, এটা সূচনা মাত্র। আমরা দলের সদস্যদের জন্য ভালো কিছুর ব্যবস্থা করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

১০ জাতির জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ ছিল পঞ্চম স্থানে। গ্রুপ পর্বে মালয়েশিয়া এবং চীনের সঙ্গে ড্র করা লাল-সবুজরা ওমানকে হারিয়েছে ৩-১ গোলে। আরেক ম্যাচে হারতে হয়েছে পাকিস্তানের কাছে। পাঁচ দলের ‘বি’ গ্রুপে বাংলাদেশ তৃতীয় স্থানে ছিল। গ্রুপ পর্বের ওই অবস্থানই লাল-সবুজ দলকে বিশ্বকাপের টিকিট এনে দিয়েছে। আগামী ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ২৪ জাতির বিশ্বকাপ।

হকির যে কোনো পর্যায়ে এই প্রথম বিশ্বকাপমঞ্চে উড়বে লাল-সবুজ পতাকা। আসরের আগে সাবেক-বর্তমান খেলোয়াড় এবং হকি-সংশ্লিষ্টরা ভালো প্রস্তুতির দাবি জানাচ্ছেন। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে দলটা ভালোভাবে প্রস্তুত করা জরুরি বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মশিউর রহমান বিপ্লব। সময়ের অন্যতম সেরা খেলোয়াড় আশরাফুল ইসলাম মনে করেন, বিশ্বকাপের আগ পর্যন্ত অনুশীলনে রাখার পাশাপাশি নিয়মিত প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করা জরুরি। তাতে প্রতিযোগিতামূলক খেলার অভ্যাস গড়ে উঠবে।

ওমান থেকে দেশে ফেরা হকি দলের সদস্যদের বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ফ্যালকন হলে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এ সময় ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বিশ্বকাপের আগে দলের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে বিদেশি কোচ আনার ব্যবস্থা করা হবে।

এ সম্পর্কে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব) রিয়াজুল হাসান কালবেলাকে বলেন, ‘আসন্ন বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের পরিকল্পনার কথা জানিয়েছেন ফেডারেশন সভাপতি। আমরাও এ নিয়ে নানা পরিকল্পনা সাজাচ্ছি। দলটা এমনভাবে প্রস্তুত করে বিশ্বকাপ খেলতে পাঠাতে চাই, যাতে ভালো খেলা উপহার দিতে পারে।’

সাবেক খেলোয়াড় মাহবুবুল হক মিতু মনে করেন, বিশ্বকাপে দল পাঠানোর আগে প্রস্তুতি শুরুর এটাই মোক্ষম সময়। তার কথায়, ‘বিশ্বকাপে পাঠানোর আগে দলটা ভালোভাবে প্রস্তুত করার বিকল্প নেই। এখনই প্রস্তুতি শুরু করা উচিত, যাতে বিশ্বমঞ্চে বাংলাদেশ ইতিবাচক হকি খেলতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই : মান্না

মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

জামালপুরে একাধিক পয়েন্টে চেকপোস্ট

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ইভ্যালির রাসেলের কারাদণ্ডসহ অর্থদণ্ড

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪

ঝুঁকি নিয়ে খেয়া পারাপার

১০

আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে ছিল ৯ রাউন্ড গুলির খোসা

১১

উত্তরায় যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান

১২

জবি ছাত্রী হলে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ

১৩

চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার কফিল উদ্দিনের

১৪

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ

১৫

কক্সবাজারে মার্কেটে আগুন

১৬

৮ দলের কর্মসূচি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট

১৭

চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

১৮

বিএনপি ক্ষমতায় গেলে নদীগুলোর নাব্যতা পুনরুদ্ধারে উদ্যোগ নেবে : বাচ্চু

১৯

নিক্সনের গানম্যানের নেতৃত্বে তৈরি হচ্ছিল পেট্রোল বোমা ও ককটেল : পুলিশ

২০
X