মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন মারা গেছেন। এ ঘটনায় আরও ৮০ জন আহত হয়েছে। ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশের সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
শুক্রবার (২৫ আগস্ট) মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর জাতীয় স্টেডিয়াম মহামাসিনাতে প্রবেশের সময় এ হতাহতের ঘটনা ঘটে।
মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান নটসে একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত থাকা দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা এই মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। যা স্টেডিয়ামটির ধারণক্ষমতার চেয়েও বেশি। তবে ভিড়ের মধ্যে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে রায়োলিনা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের বলেন, ‘একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। প্রবেশ পথে ভিড়ের মধ্যে পদদলনের ঘটনা ঘটেছে। বহু মানুষ আহত হয়েছেন। আমরা কয়েক সেকেন্ড নীরবতা পালন করব, কারণ স্বদেশবাসীরা স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে মারা গেছেন।’
নীরবতা পালনের পর লেজার শো ও আতশবাজির মাধ্যমে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। ২০১৯ সালেও মাদাগাস্কারের এই স্টেডিয়ামে একই ঘটনা ঘটেছিল। সে সময় ১৫ জন দর্শক নিহত হয়েছিল।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ১৯৭৭ সালে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড মাল্টি-ডিসিপ্লিনারি গেমস চালু করে। ভারত মহাসাগরীয় দ্বীপ দেশ মরিশাস, সিশেলস, কমোরোস, মাদাগাস্কার, মায়োট, রিইউনিয়ন ও মালদ্বীপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
মন্তব্য করুন