কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

সরকার ভেঙে দেওয়ার ঘোষণার পরও অশান্ত মাদাগাস্কারের জেন-জিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জেন-জিদের বিক্ষোভ সামলাতে না পেরে মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাতেও আন্দোলনকারীদের শান্ত করা যায়নি। স্থানীয় সময় মঙ্গলবার তারা নতুন করে সড়কে নেমে আসেন। এ সময় পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।

বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট তার সরকার ভেঙে দিতে রাজি হওয়া সত্ত্বেও শত শত তরুণ বিক্ষোভকারী রাজধানীর রাস্তায় ফিরে আসে। বরাবরের মতো মাদাগাস্কার পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করতে ব্যর্থ হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

জেনারেশন-জেড বিক্ষোভের কারণে গত বৃহস্পতিবার থেকে মাদাগাস্কার কার্যত অচল। তাদের ডাকে দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। দায় স্বীকার করে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা সোমবার তার সরকারের সবাইকে বরখাস্ত করার ঘোষণা দেন। কিন্তু মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সমাবেশের আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন।

আন্দোলনকারীদের ফেসবুক পেজে দেওয়া একটি বার্তায় প্রেসিডেন্টের ভাষণে হতাশা প্রকাশ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে বিক্ষোভকারীদের নিহত হওয়ার পর তাকে ক্ষমা চাইতে এবং এর দায় নেওয়ার দফা ঘোষণা করা হয়।

এর আগে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেছিলেন, বিক্ষোভে অন্তত ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস ও প্রাণঘাতী গুলি ছোড়ে।

তবে সরকারের দাবি প্রত্যাখ্যান করেছে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, বিক্ষোভ ঘিরে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। দায়িত্বশীলদের এ ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার আন্তানানারিভো এবং এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে, সড়ক অবরোধের সময় জড়ো হওয়া একটি ছোট জনতাকে ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনাটি স্ফুলিঙ্গের মতো শহরজুড়ে ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ প্রথমে আন্তানানারিভোতে শুরু হয়েছিল। কিন্তু তারপর থেকে এটি দেশের আটটি শহরে ছড়িয়ে পড়েছে। সহিংসতা ও লুটপাটের ঘটনার পর আন্তানানারিভোতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করা হয়। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে দফায় দফায় রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছুড়ছে।

বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে ‘জেন-জি’ নেতৃত্বাধীন আন্দোলন প্রাণহানি ও সহিংসতায় গড়ায়। এর প্রতিবাদে বিভিন্ন বয়স ও শ্রেণির হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের নেতৃত্বে শুরু হওয়া তৃতীয় দফার এ বিক্ষোভ থেকে দেশ সংস্কারের আওয়াজ তোলা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইডেন টেস্ট নিয়ে হরভজনের বিস্ফোরক মন্তব্য

চট্টগ্রাম সমিতি-ঢাকার নেতৃত্বে মাহমুদ-মোজাম্মেল পরিষদ

জামায়াত ক্ষমতা পেলে কাউকে নির্যাতন করা হবে না : ডা. তাহের

বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা

এক নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি

‘বন্দর বিদেশিদের হাতে দেব না’ স্লোগানে স্কপের মশাল মিছিল

ভয়াবহ সংকটে ইরান, মসজিদে দোয়া

অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গিল, ভারত শিবিরে দুঃশ্চিন্তা চরমে

গাজীপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

এবারও ধানের শীষে ভোট দেবেন জনগণ : আব্দুর রউফ

১০

স্মার্টফোনের অধিকাংশ চার্জার সাদা রঙের হয় কেন, আসল রহস্য জেনে নিন

১১

বিচারকের ছেলে হত্যার ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক ও নিন্দা

১২

‘ভেনেজুয়েলা ঘিরে’ নতুন করে মার্কিন সামরিক মহড়া

১৩

শাকিবের প্রিন্স সিনেমায় যুক্ত হলেন ফারিণ

১৪

প্রবাসীদের ভোটদান সহজতর করা না হলে ভোটাধিকারের মূল্য নেই

১৫

বরিশালে দফায় দফায় সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর

১৬

১৩৩ আসনে প্রার্থী ঘোষণা গণফোরামের

১৭

সাধারণ কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই : নজরুল ইসলাম আজাদ

১৮

রাজধানীতে ৩ ঘণ্টায় পাঁচ ককটেল বিস্ফোরণ

১৯

দুই ছেলের নির্যাতনের শিকার হলেন বৃদ্ধ বাবা

২০
X