ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৮ এএম
অনলাইন সংস্করণ

এবারও শিরোপায় চোখ মেরিনার্সের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিছুদিন পরেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। ইতিমধ্যেই বুধবার (৩১ জানুয়ারি) থেকে দলগুলো শুরু করেছে দল গোছানো। প্রথমে যদিও অনিশ্চিত ছিল গত আসরের চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংসের এবারের আসরে অংশগ্রহণ। ফেডারেশনকে চিঠি দিয়ে পেছানোর অনুরোধও করেছিল মতিঝিলের দলটি। তবে বাংলাদেশ হকি ফেডারেশন সেই অনুরোধে সাড়া না দেওয়ায় অন্য দলগুলোর চেয়ে দেরিতে মাঠে নেমেও দল গুছিয়ে ফেলেছে গত কয়েক বছরে হকির সেরা দলটি। শুক্রবার (২ ফেব্রুয়ারি) কর্মকর্তা-সমর্থকদের সঙ্গে ব্যান্ডপার্টি এনে বেশ ভালো একটা দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করল মেরিনার্স।

মানসম্মত দল গড়লেও কাগজে কলমে যে মেরিনার্সের চেয়ে সেরা দল এবার লিগে আছে তা স্বীকার করলেন মেরিনার্স কোচ ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় মামুনুর রশীদ। তবে তবুও তিনি মাঠে প্রমাণ করতে চান যে মাঠের পারফরম্যান্সই মুল, কাগজে কলমের দল নয়।

আবাহনীতে জাতীয় দলের খেলোয়াড় ৯ জন। সেখানে মেরিনার্সের সংখ্যাটা মাত্র ৪ (আবু সাঈদ নিপ্পন, সাইজুদ্দিন, সোহানুর রহমান সবুজ ও মিলন হোসেন)। তবে যাদেরকে চেয়েছিল তাদেরকেই পেয়েছে মেরিনার্স।

মাঠে নিজের দলের সেরাটা পাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর এই চ্যাম্পিয়ন কোচ, ‘তরুণ ও অভিজ্ঞতার সংমিশ্রণে আমাদের দল। আমাদের মূল শক্তি টিম ওয়ার্ক। এর মাধ্যমেই নিজেদের সেরাটা করব।’

মামুন তার কোচিং ক্যারিয়ারে দীর্ঘ সময় কাটিয়েছেন উষা ক্রীড়া চক্রে। উষা ছেড়ে এখন মেরিনার্সেই কোচিং করাচ্ছেন। গত মৌসুমে মেরিনার্সকে চ্যাম্পিয়ন করানোর পর এবারও একই চ্যালেঞ্জ নিয়েছেন মামুন।

জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক বিপ্লব কুজুর গত লিগে মেরিনার্সে ছিলেন। এবার মেরিনার্স তাকে রাখতে পারেনি। গত লিগে সর্বোচ্চ গোলদাতা সোহানুর রহমান সবুজের দিকে নজর ছিল অন্য ক্লাবগুলোর। সব ছাপিয়ে সবুজকে রাখতে পেরেছে আরামবাগ এলাকার ক্লাবটি।

বাংলাদেশ হকি অনেকটা বিকেএসপি নির্ভর। তাই ক্লাবগুলো বিকেএসপি থেকে সর্বোচ্চ চার জন খেলোয়াড় নিবন্ধন করাতে পারে। ইতোমধ্যে আবাহনী ও অন্য ক্লাব বিকেএসপি থেকে খেলোয়াড় পেলেও মেরিনার্স অপেক্ষামান। তাই ক্লাবটির কোচ ও সাধারণ সম্পাদকের কণ্ঠে আক্ষেপ, ‘আমরা গত লিগে সম্মানী পরিপূর্ণ দিয়েছি। আগেভাগেই খেলোয়াড় চেয়ে চিঠি দিয়েছি এবারও। অন্য ক্লাব খেলোয়াড় পাচ্ছে, কিন্তু আমরা এখনও পাইনি। ’

ফুটবলের মতো হকি লিগের নিয়ন্ত্রক অনেক ক্ষেত্রে বিদেশি খেলোয়াড়। দেশি খেলোয়াড় সংগ্রহে খানিকটা পিছিয়ে থাকলেও, বিদেশি দিয়ে সেটা পূরণের পরিকল্পনা মেরিনার্সের। ২০২১ সালের লিগে বেশ স্বল্প বাজেটের মধ্যেই মেরিনার্স চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করে। এবারও সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ মানের বিদেশি আনার জন্য যোগাযোগ শুরু করেছে ক্লাবটি।

আজ থেকে অনুশীলন শুরু করবে মেরিনার্স।

মেরিনার্স দল—

গোলরক্ষক : আবু সাঈদ নিপ্পন, মো, সাইজুদ্দিন

ডিফেন্ডার : খোরশেদুর রহমান, সোহানুর রহমান সবুজ,সারোয়ার মোরশেদ শাওন, প্রিতম রায়, বেলাল হোসেন, শাহরুখ আহমেদ খান।

মিডফিল্ডার : ফজলে হোসেন রাব্বি, আবেদ উদ্দিন, শাহিদুর রহমান সাজু, রাহিদ হোসেন জীবন, প্রিন্স লাল সামুন্দ।

ফরোয়ার্ড : মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, খলিলুর রহমান হৃদয়, শালিকীন আলম সাদাফ, রায়হান উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৯

২৩ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

স্কয়ার গ্রুপে আবেদনের সুযোগ, আর মাত্র একদিন বাকি

ঢাকা রিজেন্সি হোটেলে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

গাজায় দুর্ভিক্ষ শুরু, কড়া প্রতিক্রিয়া সৌদির

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, যেসব বিষয়ে আলোচনা

গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল, আরও ৭১ নিহত

২৩ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১০

ফেনসিডিল কাণ্ডে এসআই কামাল প্রত্যাহার

১১

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

রাজধানীতে মধ্যরাতে ভয়াবহ আগুন

১৩

ভালোবেসে বিয়ে, ৫ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

১৪

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে জামায়াত নেতাকে অব্যাহতি

১৫

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

১৬

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

১৭

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

১৮

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

১৯

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

২০
X