ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৮ এএম
অনলাইন সংস্করণ

এবারও শিরোপায় চোখ মেরিনার্সের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিছুদিন পরেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। ইতিমধ্যেই বুধবার (৩১ জানুয়ারি) থেকে দলগুলো শুরু করেছে দল গোছানো। প্রথমে যদিও অনিশ্চিত ছিল গত আসরের চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংসের এবারের আসরে অংশগ্রহণ। ফেডারেশনকে চিঠি দিয়ে পেছানোর অনুরোধও করেছিল মতিঝিলের দলটি। তবে বাংলাদেশ হকি ফেডারেশন সেই অনুরোধে সাড়া না দেওয়ায় অন্য দলগুলোর চেয়ে দেরিতে মাঠে নেমেও দল গুছিয়ে ফেলেছে গত কয়েক বছরে হকির সেরা দলটি। শুক্রবার (২ ফেব্রুয়ারি) কর্মকর্তা-সমর্থকদের সঙ্গে ব্যান্ডপার্টি এনে বেশ ভালো একটা দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করল মেরিনার্স।

মানসম্মত দল গড়লেও কাগজে কলমে যে মেরিনার্সের চেয়ে সেরা দল এবার লিগে আছে তা স্বীকার করলেন মেরিনার্স কোচ ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় মামুনুর রশীদ। তবে তবুও তিনি মাঠে প্রমাণ করতে চান যে মাঠের পারফরম্যান্সই মুল, কাগজে কলমের দল নয়।

আবাহনীতে জাতীয় দলের খেলোয়াড় ৯ জন। সেখানে মেরিনার্সের সংখ্যাটা মাত্র ৪ (আবু সাঈদ নিপ্পন, সাইজুদ্দিন, সোহানুর রহমান সবুজ ও মিলন হোসেন)। তবে যাদেরকে চেয়েছিল তাদেরকেই পেয়েছে মেরিনার্স।

মাঠে নিজের দলের সেরাটা পাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর এই চ্যাম্পিয়ন কোচ, ‘তরুণ ও অভিজ্ঞতার সংমিশ্রণে আমাদের দল। আমাদের মূল শক্তি টিম ওয়ার্ক। এর মাধ্যমেই নিজেদের সেরাটা করব।’

মামুন তার কোচিং ক্যারিয়ারে দীর্ঘ সময় কাটিয়েছেন উষা ক্রীড়া চক্রে। উষা ছেড়ে এখন মেরিনার্সেই কোচিং করাচ্ছেন। গত মৌসুমে মেরিনার্সকে চ্যাম্পিয়ন করানোর পর এবারও একই চ্যালেঞ্জ নিয়েছেন মামুন।

জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক বিপ্লব কুজুর গত লিগে মেরিনার্সে ছিলেন। এবার মেরিনার্স তাকে রাখতে পারেনি। গত লিগে সর্বোচ্চ গোলদাতা সোহানুর রহমান সবুজের দিকে নজর ছিল অন্য ক্লাবগুলোর। সব ছাপিয়ে সবুজকে রাখতে পেরেছে আরামবাগ এলাকার ক্লাবটি।

বাংলাদেশ হকি অনেকটা বিকেএসপি নির্ভর। তাই ক্লাবগুলো বিকেএসপি থেকে সর্বোচ্চ চার জন খেলোয়াড় নিবন্ধন করাতে পারে। ইতোমধ্যে আবাহনী ও অন্য ক্লাব বিকেএসপি থেকে খেলোয়াড় পেলেও মেরিনার্স অপেক্ষামান। তাই ক্লাবটির কোচ ও সাধারণ সম্পাদকের কণ্ঠে আক্ষেপ, ‘আমরা গত লিগে সম্মানী পরিপূর্ণ দিয়েছি। আগেভাগেই খেলোয়াড় চেয়ে চিঠি দিয়েছি এবারও। অন্য ক্লাব খেলোয়াড় পাচ্ছে, কিন্তু আমরা এখনও পাইনি। ’

ফুটবলের মতো হকি লিগের নিয়ন্ত্রক অনেক ক্ষেত্রে বিদেশি খেলোয়াড়। দেশি খেলোয়াড় সংগ্রহে খানিকটা পিছিয়ে থাকলেও, বিদেশি দিয়ে সেটা পূরণের পরিকল্পনা মেরিনার্সের। ২০২১ সালের লিগে বেশ স্বল্প বাজেটের মধ্যেই মেরিনার্স চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করে। এবারও সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ মানের বিদেশি আনার জন্য যোগাযোগ শুরু করেছে ক্লাবটি।

আজ থেকে অনুশীলন শুরু করবে মেরিনার্স।

মেরিনার্স দল—

গোলরক্ষক : আবু সাঈদ নিপ্পন, মো, সাইজুদ্দিন

ডিফেন্ডার : খোরশেদুর রহমান, সোহানুর রহমান সবুজ,সারোয়ার মোরশেদ শাওন, প্রিতম রায়, বেলাল হোসেন, শাহরুখ আহমেদ খান।

মিডফিল্ডার : ফজলে হোসেন রাব্বি, আবেদ উদ্দিন, শাহিদুর রহমান সাজু, রাহিদ হোসেন জীবন, প্রিন্স লাল সামুন্দ।

ফরোয়ার্ড : মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, খলিলুর রহমান হৃদয়, শালিকীন আলম সাদাফ, রায়হান উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

জানা গেল কবে বিয়ে করবেন রোনালদো, কোথায় হবে অনুষ্ঠান

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ইনস্টাগ্রামে গোপনীয়তা বজায় রাখতে নতুন ফিচার

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

শীতে ঠান্ডা না গরম পানি দিয়ে গোসল করবেন?

৩১ দফা জাতির মুক্তির সনদ : রাশেদুল আহসান

চোখজুড়ানো অসাধারণ সুন্দর প্রজাপতি চাঁদনরি

সিরিয়ার উপকূলে সরকারপন্থি বিক্ষোভের পর দাঙ্গা

১০

রোনালদোর প্রতি ‘দয়া’ দেখাল ফিফা, পেলেন সুখবর

১১

শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস

১২

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী 

১৩

লেবানন এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে : ট্রাম্প

১৪

চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন

১৫

সপ্তাহে দুদিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে পপুলার

১৬

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৭

সার্ভিস এক্সপার্ট পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

১৮

আড়ং-এ বড় নিয়োগ, এইচএসসি পাসেই পার্টটাইম চাকরির সুযোগ

১৯

২৬ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X