ওয়ালটন উন্মুক্ত সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতার পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। পুরুষ বিভাগে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার পথে বাংলাদেশ আনসারের অর্জন ছিল ৫ স্বর্ণ, ৩ রুপা ও ২ ব্রোঞ্জ। রানার্সআপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ স্বর্ণ, ৩ রুপা ও ৪ ব্রোঞ্জ পদক জিতেছে। বাংলাদেশ সেনাবাহিনীর অর্জন ছিল ২ স্বর্ণ, ৪ রুপা এবং ৩ ব্রোঞ্জ।
নারী বিভাগে বাংলাদেশ আনসার ৭ স্বর্ণ, ২ রৌপ্য ও ১ ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনীর অর্জনের খাতায় ছিল ২ স্বর্ণ ও ৬ রুপা। তৃতীয় স্থান পাওয়া বাংলাদেশ পুলিশের অর্জন ১ স্বর্ণ, ১ রুপা ও ৩ ব্রোঞ্জ।
পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭৪ কেজি ওজন বিভাগে খেলা জুয়েল। নারী বিভাগে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ আনসারের ৭৬ কেজি ওজন বিভাগে খেলা রোজিনা। প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত সব খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়েছে।
শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটনের হেড অব গেমস অ্যান্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার ডন। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের মার্কেটিং অ্যান্ড কমিউনিউকেশন বিভাগের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ মেহরাব হোসেন আসিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি এমএ কুদ্দুস খান, সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান বাচ্চু, মেসবাহ উদ্দিন আজাদসহ অন্য কর্মকর্তারা।
মন্তব্য করুন