অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ প্রায় ৩৬টি দেশের ফুটবল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাংকক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচের আসর। রোববার (৯ জুন) ব্যাংকরের পাতানা স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে রানারআপ হয়েছে বাংলাদেশি ফুটবল দল ফুটি হ্যাগস টিম।
এবারের ফাইনালে অতিরিক্ত সময়ে ২-১ গোলের ব্যবধানে ফুটি হ্যাগস দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাপানের বিইএফসি ফুটবল দল। তাই রানার আপ ট্রফি নিয়েই দেশে ফিরতে হচ্ছে ফুটি হ্যাগস টিমের সদস্যদের।
সংশ্লিষ্টদের একজন বলেন, ‘ফুটি হ্যাগস শুধু একটি ফুটবল দল নয়, এটি উন্নয়নমূলক ও সামাজিক একটি আন্দোলনের নাম। এই লক্ষ্যেই ফুটি হ্যাগসের যাত্রা শুরু হয়। খেলাধুলার পাশাপাশি সমাজের বিভিন্ন দিকে পরিবর্তন আনতে কাজ করছে ফুটি হ্যাগস।’
জানা যায়, ফুটি হ্যাগস টিমের সদস্যরা দীর্ঘ কয়েক বছর ধরে একসঙ্গে ফুটবল খেলে আসছে। এই টিমের সদস্যদের গড় বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে।
মন্তব্য করুন