আটলান্টিক মহাসাগরে মাছ ধরার জন্য বড়শি ফেলে মিলেছে কয়েক কোটি টাকার কোকেন। শুনতে অবাক লাগলেও এমটাই ঘটেছে এক ব্যক্তির সঙ্গে। গত বুধবার (৯ আগস্ট) সিএসবি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ফ্লোরিডার টামপা শহরের মেয়র জেন কাস্টর গ্রীষ্মকালীন ছুটি কাটাতে আটলান্টিক মহাসগরে যান। এ সময় তিনি সঙ্গে বড়শি নেন। অবসরযাপনকালে তিনি সাগরে মাছ ধরার জন্য বড়শি ফেলেন। তবে তার বড়শিতে মাছের বদলে বিশালাকৃতির একটি কার্টুন উঠে আসে।
সংবাদম্যধ্যম জানিয়েছে, মেয়রের বড়শিতে উঠে আসা কার্টুনটি ছিল কোকোনের। যেখানে ৭০ পাউন্ড কোকেন ছিল। যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি টাকার সমান।
ক্যাস্টর জানান, তিনি এর আগে টামপা শহরের পুলিশ প্রধান ছিলেন। কোকেনের কার্টুন দেখে তিনি জায়গাটি চিহ্নিত করে রাখেন। এরপর তিনি পুলিশে জানান। পুলিশ এসে কার্টুনটি উদ্ধার করে।
সিএসবি নিউজ জানিয়েছে, উদ্ধারের পর এসব কোকেন ফেডোরেল কর্মকর্তারা জব্দ করেছেন। মিয়ামির চিফ পেট্রল এজেন্ট ওয়ালটার স্লাসার এক টুইটবার্তায় জানান, জুলাইয়ে তাদের স্থানীয় প্রতিনিধিরা ৭০ পাউন্ড কোকেন জব্দ করেছে। একটি মাছ ধরার বোটের থেকে প্রাপ্ত তথ্যমতে এগুলো জব্দ করা হয়েছে।
তিনি জানান, জব্দকৃত এ কোকের দাম প্রায় ১১ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় ১২ কোটি টাকার সমান।
মন্তব্য করুন