আগামীকাল শুক্রবার (৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ‘নিবেদিতা এক্সিবিশন এলিসিয়াম’। নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন নিবেদিতার আয়োজনে রাজধানীর হোটেল লেকশোর এ এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৪০টিরও বেশি ব্র্যান্ডের অংশগ্রহণে দুদিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত।
‘এক্সিবিশন এলিসিয়াম’ সম্পর্কে নিবেদিতার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আনিকা ইসলাম বলেন, এই এক্সিবিশনে আমরা প্রায় ৪০টিরও বেশি নারী উদ্যোক্তাদের আনছি যারা তাদের সব এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং ডিজাইন শোকেস করবে। তাদের যেন একটা ব্রান্ডিং হয় তার জন্য বিভিন্ন এক্টিভিটি করছি যেমন ডিজিটাল মার্কেটিং, অফলাইন ব্র্যান্ডিং, ইনফ্লুয়েন্সার বা ব্লগার অ্যাংগেজমেইন্ট লাইভসহ অনেক কিছু করা হচ্ছে। এটা এক লাইনে বললে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা যেন তাদের প্রোডাক্ট বা বিজনেসকে একটা ভিন্ন গ্রাহক শ্রেণির কাছে নিয়ে যেতে পারে। এক্সিবিশনের বেশিরভাগেরই অনলাইন ব্যবসা। তো এখানে গ্রাহকরা স্বশরীরে পণ্য দেখে কিনতে পারে। এতে করে ওই ব্যবসার ওপর গ্রাহকদের আস্থা বাড়ে।
আনিকা ইসলাম জানান, এই আয়োজনের গিফট পার্টনার হিসেবে থাকছে লাক্স, ভ্যাসলিন, ভিম, কোকো সিসামে বাই তামুস কালেকশন এবং ইভেন্ট পার্টনার হিসেবে ইলেশন ও ফটোগ্রাফি পার্টনার হিসেবে থাকছে রয়্যাল আর্ট।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত লেকশোর হোটেলের ল্যা ভিটা হলের প্রদর্শনীস্থল সকলের জন্য উন্মুক্ত থাকবে।
মন্তব্য করুন