কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

গণমাধ্যমে সহিংসতার সংবাদ আরও সংবেদনশীল করার আহ্বান মহিলা পরিষদের

‘নারীর মানবাধিকার : বাস্তবতা ও করণীয়’ বিষয়ক একটি গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি : কালবেলা
‘নারীর মানবাধিকার : বাস্তবতা ও করণীয়’ বিষয়ক একটি গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি : কালবেলা

মূলধারার গণমাধ্যমে সহিংসতার সংবাদ প্রকাশে আরও দৃশ্যমান ও সংবেদনশীল করার আহ্বান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে নারীর প্রতি সহিংসতা, স্বাধীনভাবে চলাচলে বাধা, নিরাপত্তাহীনতা, বিদ্বেষমূলক আচরণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে ‘নারীর মানবাধিকার : বাস্তবতা ও করণীয়’ বিষয়ক একটি গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

উক্ত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে মূল প্রবন্ধ (সংযুক্ত) উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি রেখা চৌধুরী। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী।

গোলটেবিলে বৈঠকে বক্তারা সমাজের যৌনকর্মী এবং ভিন্ন লিঙ্গ পরিচিতির মানুষের উপর দলভিত্তিক উচ্ছৃঙ্খল আচরণের প্রতিবাদ জানান। নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বর্তমান সময়ের পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে নারী আন্দোলনকে ঐক্যবদ্ধ ও বেগবান করার আহ্বান জানায়।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, তৃণমূলের নারী, পেশাজীবী নারী, তরুণী ও বিপ্লবী নারীসহ সব শ্রেণির নারীদের মানবাধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে নারী আন্দোলনকে বিস্তৃত করতে বাংলাদেশ মহিলা পরিষদ কাজ করছে। ১৯৪৮ সালের সর্বজনীন মানবাধিকার সনদে, সিডও সনদে এবং বাংলাদেশের সংবিধানে মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। নারী সমাজ অধিকারের বিষয়ে যত সচেতন হয়ে উঠছে, পুরুষ তত সহিংস হয়ে উঠছে। জাতীয় পর্যায়ের অগ্রগতিতে নারীর অবদান থাকলেও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করে তাদের মানবাধিকার প্রতিষ্ঠায় আইন প্রণয়নের উপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, নারীকে মানুষ হিসেবে দেখতে হবে। এজন্য পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। এখানে পুরুষকে মানবিক হওয়া দরকার। এখন যে নারীর স্বাধীনভাবে চলাফেরায় শঙ্কা ও আতংক তৈরি হয়েছে তা দূর করার পরিকল্পনা নিতে হবে। সংসদে এক তৃতীয়াংশ সরাসরি ভোটে নারীদের আসতে হবে এবং বৈষম্যমূলক আইনগুলো পরিবর্তন করতে হবে।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, রাজনীতিতে পুরুষতান্ত্রিক মনোভাব দ্বারা পরিচালিত হওয়ায় নারীদের রাজনীতিতে ভূমিকা তেমন দৃশ্যমান হচ্ছে না। দীর্ঘসময় নারী আন্দোলনের পর নারীরা শিক্ষায়, কর্মক্ষেত্রে এগিয়ে এলেও পাহাড়ি, আদিবাসী জনগোষ্ঠীর নারীরা এখনো প্রান্তিক অবস্থায় এবং সহিংসতার শিকার হচ্ছে। এসব বিষয়ে নানা আলোচনা ও পদক্ষেপ গ্রহণ করা হলেও বাস্তবে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

তারা আরও বলেন, বর্তমান সময়ে এসে নারী অধিকার প্রতিষ্ঠায় সারা বিশ্বের নারীদের একত্রিত হওয়া, নারীর মানবাধিকার পরিস্থিতির সঠিক জাতীয় গুণগত ও সংখ্যাগত উপাত্ত থাকা। বাল্যবিয়ে যে মানবাধিকারের লঙ্ঘন করেছে এ বিষয়টি অন্যান্য দেশ স্বীকার করলেও বাংলাদেশ স্বীকার করেনি। বাল্যবিয়ে ও সহিংসতা বন্ধ করে নারীদের শিক্ষায় সুযোগ তৈরিসহ জীবনমান উন্নয়নে সরকারকে নীতিগত কর্মকৌশলের পরিবর্তন করতে হবে।

এছাড়া অংশীদারিত্ব ও সমঅধিকারের প্রতি লক্ষ রাখা, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর নারীদের সক্ষমতা বৃদ্ধি করা, আদিবাসী নারীদের প্রতি নির্যাতনের চিত্র গণমাধ্যমে আরও দৃশ্যমান হওয়া; নারীর পোশাকে ও চলাফেরায় স্বাধীনতা থাকা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ও তাদের মানবাধিকার প্রতিষ্ঠায় মাঠপর্যায়ের কর্মীদের কাজের স্বাধীনতা ও চলাফেরায় স্বাধীনতা নিশ্চিত করতে জোরালো অ্যাডভোকেসি করা। বক্তারা মব জাস্টিস দূর করতে প্রতিবাদের ভাষা আরও জোরালো করার আহ্বান জানান।

গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মানবাধিকার কর্মী শীপা হাফিজা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. ইফফাত আরা শামসাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের কনসালটেন্ট ও বহ্নিশিখার স্ট্রেনথদেনিং ইন্টার জেনারেশনাল উইমেন্স মুভমেন্ট ইন বাংলাদেশ প্রোগ্রামের ডিরেক্টর সামিনা ইয়াসমিন, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মো. তানভির ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আদিবাসী শিক্ষার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, শেকল ভাঙ্গার পদযাত্রার সংগঠক ইসাবা শুহরাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি, একশন এইডের ম্যানেজার (উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়িটি) মরিয়ম নেসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩৫, আক্রান্ত সাড়ে ১৫ হাজার

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক কর্মশালা

মিরপুরের সেই গুদাম থেকে বের হচ্ছে বিষাক্ত গ্যাস, দূরে থাকার পরামর্শ

বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিলেন মা

এবার ধানমন্ডিতে আগুন

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহ মামলার ৯ জন

জামায়াত আমিরের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অভিনেতা পঙ্কজ ধীর আর নেই

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

দুই শতাধিক ভুয়া ভোটারকে আটকে দিল প্রশাসন   

১০

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে প্রথম টেস্টে সহজ জয় পাকিস্তানের

১১

ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

১২

শিক্ষকদের ৩ দাবিতে উত্তাল শাহবাগ

১৩

কলাবাগানে স্বামীর হাতে স্ত্রী খুনের লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

১৪

সন্ধ্যায় দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঐকমত্য কমিশন 

১৫

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচনের তারিখ ঘোষণা

১৬

সেই দুই পুলিশ কর্মকর্তার দুদকে বদলির আদেশ বাতিল

১৭

সরকারি কাজে বাধা, যুবদল নেতা বহিষ্কার

১৮

সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

১৯

দুঃসাহসী সেই চিকিৎসকের ভাগ্যে কী ঘটেছে?

২০
X