কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৭:১৩ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের আত্মিক উন্নয়ন ঘটাতে হবে : পররাষ্ট্রমন্ত্রী 

‘এমপাওয়ারিং ফিউচার : ইনভেস্ট ইন ওমেন টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা
‘এমপাওয়ারিং ফিউচার : ইনভেস্ট ইন ওমেন টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই, যে রাষ্ট্র হবে মানবিক, বস্তুগত দিক দিয়ে উন্নত হবে। মানুষের আত্মিক উন্নয়ন ঘটাতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (বিসিজিডিএস) আয়োজনে বুধবার (১৩ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে ‘এমপাওয়ারিং ফিউচার : ইনভেস্ট ইন ওমেন টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামাল। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক। কিনোট পেপার পড়েন বাংলাদেশ অ্যালায়েন্স ফর ওমেন লিডারশিপের সভাপতি নাসিম ফেরদৌস।

আলোচনায় অংশ নেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক জিয়া রহমান, সম্মানিত অতিথি ইউকে’র বাংলাদেশ হাইকমিশনার সৈয়দা মুনা তাসনিম, প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. নাজমুন্নেছা মাহতাবের সভাপতিত্বে বিবি প্রোডাক্টের প্রতিষ্ঠাতা বিবি রাসেল, ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার, একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, হাইওয়ে পুলিশ ফরিদা ইয়াসমিন প্রমুখ।

হাছান মাহমুদ বলেন, মানুষের আত্মিক উন্নয়ন ঘটাতে হলে মায়ের আত্মিক উন্নয়ন ঘটাতে হবে। অন্যথায় মানুষের আত্মিক উন্নয়ন সম্ভব হবে না। কারণ একজন মা ঘুম পাড়াতে পাড়াতে, স্কুলে নিয়ে যেতে যেতে যে শিক্ষা দেয়, পরবর্তীকালে তাকে যে শিক্ষাই দেওয়া হোক না কেন ছোটবেলায় মায়ের যে শিক্ষা মনে প্রোথিত হয় তা অন্য শিক্ষাকে ছাপিয়ে যায়। এ জন্য নারীর শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, জাতি, নতুন প্রজন্ম, সন্তান গঠন করার জ্ঞান বাড়াতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নারীর জন্য বিনিয়োগ করলে ক্ষমতায়ন হয়, তাহলে সমাজ, রাষ্ট্র উপকৃত হয়। দেশ এগিয়ে যায়। দেশে নারীর ক্ষমতায়নে বিশ্বব্যাপী স্বীকৃত এবং প্রশংসিত। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে আমাদের অবস্থান পৃথিবীতে পঞ্চম। চতুর্থ বিপ্লবের সঙ্গে আমাদের দেশকে সংযুক্ত করতে পেরেছি এর পেছনে রয়েছে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নের কারণেই আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন, ইউরোপের অনেক দেশ উন্নয়নের পাশাপাশি মানবিকতা হারিয়েছে। সামাজিক মূল্যবোধ হারিয়েছে। মানুষে মানুষে মমত্ববোধ হারিয়ে গেছে। সমাজ বস্তুকেন্দ্রিক হয়ে গেছে। মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেছে। আমি বস্তুকেন্দ্রিক সমাজের দিকে যাব নাকি আত্মকেন্দ্রিক প্রজন্ম তৈরি করব সেটা আমাকেই ঠিক করতে হবে। জীবন্নোয়ন ইউরোপে হয়েছে, সেখান থেকে আমারা কিছু নিতে পারি। তবে সবকিছু অনুকরণ করতে পারি না।

ফারাহ কবীর বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের অর্জনগুলো হুমকির মুখে পড়ছে।

সৈয়দা মুনা তাসনিম বলেন, বাংলাদেশে সর্বক্ষেত্রেই নারীর অংশগ্রহণ বাড়ছে৷

ড. বিনায়ক সেন বলেন, ১৬ এর আগে যাদের বিয়ে হয় ২০১১ সালে ৪০ শতাংশ ছিল, ২০২২ সালে ২৭ শতাংশে এসেছে। ১৮ এর নিচে ২০১১ সালে ৬৫ শতাংশ আর ২০২২ এ কমেছে। এর ফলে মাতৃস্বাস্থ্যের ওপর প্রবল প্রভাব পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজিরা দিতে এসে ছাত্রদল নেতা রক্তাক্ত 

মেজর সিনহা হত্যা / ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

আরও ১ নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি

সন্তানের কোন কোন আমলে মৃত মা-বাবার গোনাহ মাফ হয়? জেনে নিন

শিক্ষিকা স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী কারাগারে

রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতালও প্রত্যাহার

দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, একের পর এক বিস্ফোরণ

ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় কমেছে স্বর্ণের দাম

যে গোনাহ একবার করার সাজা ১০ গুণেরও বেশি!

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

১০

বিপিএল : বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

১১

তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল

১২

ফিলিস্তিনিদের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৩

স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

১৪

দুবাই এয়ারশোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী

১৫

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

১৬

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৭

দেশে ফিরে বাংলাদেশকে নিয়ে অভিযোগ ভারতের, অস্বীকার ফেডারেশনের

১৮

৩ ধরনের মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত সরকারের

১৯

‘৪১ বছর আগে জামায়াতের পক্ষ থেকে তত্ত্বাবধায়কের প্রথম প্রস্তাব দেওয়া হয়’

২০
X