কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কিমের সেনাদের হাতে মরছে জেলেনস্কির সেনারা!

সেনাদের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
সেনাদের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

পশ্চিমা বিশ্বকে যুদ্ধের হুমকি দিতে দিতেই এবার যুদ্ধে জড়িয়ে গেল উত্তর কোরিয়া। বেশ কিছুদিন ধরেই কিম জং উনের সেনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা পুতিন বাহিনীর হয়ে জেলেনস্কি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। যদিও এ ধরনের কোনো কিছুই ঘটেনি বলে জানিয়েছে মস্কো।

তবে ইউক্রেনের গোয়েন্দারা বলছে, এমন অভিযোগ এখন বাস্তবে রূপ নিয়েছে। উত্তর কোরিয়ার সেনাদের হাতেই নাকি প্রাণ হারাচ্ছে জেলেনস্কি বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় যাওয়া প্রথম ব্যাচের সেনাদের প্রশিক্ষণ শেষে কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। গেল কয়েক মাস ধরেই রুশ এই অঞ্চলটিতে যুদ্ধ করে যাচ্ছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, রাশিয়ার উত্তরাঞ্চলে প্রশিক্ষণ শেষ করে উত্তর কোরিয়ার প্রথম সামরিক ইউনিটটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নেমে পড়েছে। নির্দিষ্ট করে বলতে গেলে ২৩ অক্টোবর থেকে তারা কুরস্কে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।

ইউক্রেন জানায়, প্রায় ১২ হাজার উত্তর কোরিয়ার সেনা এরই মধ্যে রাশিয়ায় অবস্থান করছে। এদের মধ্যে ৫০০ কর্মকর্তা ও তিনজন জেনারেল রয়েছেন। এরা রাশিয়ার ভিন্ন ভিন্ন পাঁচটি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ গ্রহণ করছেন।

কিয়েভ আরও বলছে, উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণের বিষয়টি দেখাশোনা করছেন রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী ইউনুস-বেক ইয়েভকুরভ। এর আগে, যুক্তরাষ্ট্র জানায় তাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে উত্তর কোরিয়ার প্রায় ৩ হাজার সেনা রাশিয়ায় মোতায়েন করা হয়েছে। একই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারাও।

ইউক্রেন ও পশ্চিমা শক্তিগুলোর এমন দাবি অবশ্য অস্বীকার করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, মস্কো কীভাবে পিয়ংইয়ংয়ের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন করবে এ ধরনের বিষয়গুলো দ্বিপাক্ষিক বিষয়। এ সময় স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে রুশ ভূখণ্ডে উত্তর কোরিয়ার সেনাদের গতিবিধি ধরা পড়ার কথা উল্লেখ করা হলে পুতিন জানান, ছবি একটি গুরুতর বিষয়। যদি ছবি থাকে, তাহলে কিছু না কিছু ঘটেছে।

পশ্চিমাদের এমন অভিযোগের উত্তরে পাল্টা ন্যাটো সেনাদের ইউক্রেনে মোতায়েনের অভিযোগ তোলেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, ন্যাটো কর্মকর্তা ও প্রশিক্ষকরা ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত ছিলেন এবং পশ্চিমারা ইউক্রেন সংকটকে বাড়িয়ে দিয়েছে।

পুতিন জানান, মস্কো জানে সেখানে কোন কোন ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশের সামরিক সদস্যরা উপস্থিত রয়েছে এবং তারা কীভাবে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজায় স্কুল বন্ধ থাকবে কিনা জানাল মন্ত্রণালয়

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবীমার আওতায় আনল ডিএনসিসি

এসিআই পিএলসির ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

যশোর-৩ আসনে এনসিপি নেতা জুয়েলের মনোনয়নপত্র সংগ্রহ

হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ নেই মান্নার

ঢাকা-৬ আসনে মনোনয়নপত্র জমা, নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদী ইশরাক

শীতকালীন অ্যালার্জি থেকে যেভাবে রক্ষা পাবেন

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা

এনসিপি যে কারণে জামায়াতসহ ৮ দলের সংবাদ সম্মেলনে যায়নি

১০

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

১১

ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করে যে আহ্বান জানাল বাংলাদেশ

১২

যারা দেশকে ভালোবাসে না তারাই নির্বাচন বানচালের চক্রান্তকারী : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৩

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

১৪

হাদি হত্যার বিচার দাবিতে রংপুরে সর্বাত্মক অবরোধ

১৫

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি

১৬

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়নপত্র দাখিল

১৭

ডেলি ও এসিআইর যৌথ উদ্যোগে স্টেশনারি জগতে নতুন দিগন্তের সূচনা

১৮

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা

১৯

চকরিয়ায় মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন আহমদ

২০
X