নাইজেরিয়ার সোকোটো প্রদেশে একটি নৌকা ডুবে ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা রোববার এ তথ্য নিশ্চিত করেছে।
বলা হয়, নৌকাটিতে মোট ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। এর মধ্যে প্রায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে, বাকিদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে।
নাইজেরিয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষাকালে নদী-হ্রদের পানি ফুলে ওঠে এবং অতিরিক্ত যাত্রীবোঝাই ও রক্ষণাবেক্ষণের অভাবে নৌকাডুবির ঘটনা বাড়ে।
শুধু গত সপ্তাহেই মধ্য নাইজার প্রদেশে নৌকাডুবিতে ১৩ জন মারা যান। গত মাসে জিগাওয়া প্রদেশে ৬ মেয়ে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে প্রাণ হারায়।
এর আগে ২০২৪ সালের আগস্টে সোকোটোতেই ধানক্ষেতে যাচ্ছিলেন কৃষকরা—সেই কাঠের নৌকা ডুবে কমপক্ষে ১৬ জন নিহত হন।
সূত্র : শাফাক নিউজ
মন্তব্য করুন