

মরক্কোয় পাশাপাশি ভবন ধসে কমপক্ষে ১৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বর্তমানে সেখানে উদ্ধারকাজ চলছে। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি বলেছে, ‘ভবন দুটিতে বহুদিন ধরে ফাটলের চিহ্ন দেখা যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। ভবন ধসের ঝুঁকি থাকা সত্ত্বেও স্থানীয়রা সেখানে অবস্থান করছিলেন।
রয়টার্স এ-সংক্রান্ত খবর প্রকাশ করলেও হতাহতের তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। তারা বলেছে, এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাদের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ফেজ নগরীতে দুর্ঘটনাটি ঘটে। সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, পাশাপাশি থাকা চারতলা দুটি ভবন ধসে পড়েছে। দীর্ঘদিন ধরে সেসব অযত্নে পড়ে ছিল। সংস্কারের প্রয়োজনেও সাড়া দেননি কেউ।
এ অবস্থাতেই দুই ভবনে ৮টি পরিবার বসবাস করতো। শুধু এ দুটি ভবনই নয়, শহরটিতে আরও পুরোনো ভবন রয়েছে। সেসবে ঝুঁকিপূর্ণভাবেই বসবাস করছেন স্থানীয়রা।
মন্তব্য করুন