কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সুদানে ভয়াবহ ক্ষুধার শঙ্কা জাতিসংঘের

সুদানের জনগণ। ছবি :  রয়টার্স
সুদানের জনগণ। ছবি : রয়টার্স

দুর্ভিক্ষের ঝুঁকিতে আফ্রিকার দেশ সুদান। দেশটিতে আসন্ন কয়েক মাসে ক্ষুধা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিথিফস। শুক্রবার (১৫ মার্চ) নিরাপত্তা পরিষদকে দেওয়া এক সতর্কবার্তায় তিনি এ কথা জানান। খবর ডয়েচে ভেলের।

ত্রাণ কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিথিফস বলেন, সুদানের প্রায় ৫০ লাখ মানুষ অনাহারে ভুগতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, যুদ্ধের ফলে কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব, প্রধান অবকাঠামো ও জীবিকার ক্ষতি, বাণিজ্য প্রবাহে বিঘ্ন, মারাত্মক মূল্যবৃদ্ধি, মানবিক সহায়তা প্রবেশে বাধা ও বড় আকারের বাস্তুচ্যুতি অঞ্চলটিকে তীব্র ক্ষুধার দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, জরুরি মানবিক সাহায্য ও মৌলিক প্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা ছাড়া... আগামী মাসগুলোতে দেশের প্রায় ৫০ লাখ মানুষ বিপর্যয়কর খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে।

জাতিসংঘের ত্রাণপ্রধানের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুষ্ক মৌসুম শুরু হওয়ায় পশ্চিম ও মধ্য দাফুরের কিছু মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হবে। এছাড়া সেখানকার নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে যে, সুদানের প্রায় সাত লাখ ৩০ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে দাফুরের ২ লাখ ৪০ হাজার শিশু রয়েছে।

মার্টিন গ্রিথিফস বলেন, এ মুহূর্তে যেসব অঞ্চলে প্রবেশ করা যাচ্ছে না সেসব অঞ্চলে এরই মধ্যে অপুষ্টির ভয়াবহ প্রভাব পড়া ‍শুরু হয়েছে।

সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে যুদ্ধে জড়িয়েছে। জাতিসংঘের তথ্যমতে, দেশটির প্রায় আড়াই কোটি মানুষের জরুরি ত্রাণের প্রয়োজন। যা সুদানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এছাড়া সেখাকার প্রায় ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে, দেশটির দুটি পক্ষই যুদ্ধাপরাধ করছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০১৮ সালের প্রস্তাব অনুসারে, সশস্ত্র সংঘাতের কারণে কোনো অঞ্চলে দুর্ভিক্ষ ও ব্যাপক খাদ্য নিরাপত্তার আশঙ্কা দেখা দিলে জাতিসংঘের মহাসচিবকে ১৫ সদস্যের সংস্থাটির কাছে রিপোর্ট দিতে হয়।

জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের প্রধান জানান, যুদ্ধ শুরু হওয়ার পর সুদানে ত্রাণ প্রবেশের সময় এক হাজারের বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব ঘটনা মানবিক মানক্রমকে বিরূপভাবে প্রভাবিত করেছে।

তিনি বলেন, এসব ঘটনার ৭১ শতাংশই দেশটিতে চলমান সংঘাতের কারণে বা মানবিক সরবরাহ বা ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইচ্ছাকৃত সহিংসতার কারণে ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে প্রার্থী যারা

জামায়াত নেতাকে বহিষ্কার

ঢাবিতে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’ শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর

বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে মিন্টুর গণসংযোগ শুরু

কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মারামারি, অতঃপর...

শায়খ মোখলেসুর রহমান কিয়ামপুরীর বুখারি পাঠদানের ৫৪ বছর পূর্তি উদযাপন

এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ : জুয়েল

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪১০

দম্পতিকে আশীর্বাদ করতে মঞ্চে উঠে বিপদে বিজেপি নেতা

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, যেভাবে আবেদন

১০

যে নিয়মের কারণে বিপিএল খেলার অনুমতি পেলেন পিযুষ চাওলা

১১

আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

১২

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

১৩

ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে

১৪

ইমরান খান জীবিত না মৃত, প্রশ্ন ছেলের

১৫

শক্তি বাড়িয়ে ৮৮ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

১৬

‘খালেদা জিয়াকে জেলের ভেতর স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছে’

১৭

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

১৮

সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার

১৯

আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক না : এ্যানি

২০
X