কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সুদানে ভয়াবহ ক্ষুধার শঙ্কা জাতিসংঘের

সুদানের জনগণ। ছবি :  রয়টার্স
সুদানের জনগণ। ছবি : রয়টার্স

দুর্ভিক্ষের ঝুঁকিতে আফ্রিকার দেশ সুদান। দেশটিতে আসন্ন কয়েক মাসে ক্ষুধা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিথিফস। শুক্রবার (১৫ মার্চ) নিরাপত্তা পরিষদকে দেওয়া এক সতর্কবার্তায় তিনি এ কথা জানান। খবর ডয়েচে ভেলের।

ত্রাণ কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিথিফস বলেন, সুদানের প্রায় ৫০ লাখ মানুষ অনাহারে ভুগতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, যুদ্ধের ফলে কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব, প্রধান অবকাঠামো ও জীবিকার ক্ষতি, বাণিজ্য প্রবাহে বিঘ্ন, মারাত্মক মূল্যবৃদ্ধি, মানবিক সহায়তা প্রবেশে বাধা ও বড় আকারের বাস্তুচ্যুতি অঞ্চলটিকে তীব্র ক্ষুধার দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, জরুরি মানবিক সাহায্য ও মৌলিক প্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা ছাড়া... আগামী মাসগুলোতে দেশের প্রায় ৫০ লাখ মানুষ বিপর্যয়কর খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে।

জাতিসংঘের ত্রাণপ্রধানের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুষ্ক মৌসুম শুরু হওয়ায় পশ্চিম ও মধ্য দাফুরের কিছু মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হবে। এছাড়া সেখানকার নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে যে, সুদানের প্রায় সাত লাখ ৩০ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে দাফুরের ২ লাখ ৪০ হাজার শিশু রয়েছে।

মার্টিন গ্রিথিফস বলেন, এ মুহূর্তে যেসব অঞ্চলে প্রবেশ করা যাচ্ছে না সেসব অঞ্চলে এরই মধ্যে অপুষ্টির ভয়াবহ প্রভাব পড়া ‍শুরু হয়েছে।

সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে যুদ্ধে জড়িয়েছে। জাতিসংঘের তথ্যমতে, দেশটির প্রায় আড়াই কোটি মানুষের জরুরি ত্রাণের প্রয়োজন। যা সুদানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এছাড়া সেখাকার প্রায় ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে, দেশটির দুটি পক্ষই যুদ্ধাপরাধ করছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০১৮ সালের প্রস্তাব অনুসারে, সশস্ত্র সংঘাতের কারণে কোনো অঞ্চলে দুর্ভিক্ষ ও ব্যাপক খাদ্য নিরাপত্তার আশঙ্কা দেখা দিলে জাতিসংঘের মহাসচিবকে ১৫ সদস্যের সংস্থাটির কাছে রিপোর্ট দিতে হয়।

জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের প্রধান জানান, যুদ্ধ শুরু হওয়ার পর সুদানে ত্রাণ প্রবেশের সময় এক হাজারের বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব ঘটনা মানবিক মানক্রমকে বিরূপভাবে প্রভাবিত করেছে।

তিনি বলেন, এসব ঘটনার ৭১ শতাংশই দেশটিতে চলমান সংঘাতের কারণে বা মানবিক সরবরাহ বা ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইচ্ছাকৃত সহিংসতার কারণে ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যোগসাজশ / ইরাকের অলিম্পিক কমিটির প্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

ছাদে টিকটক করার সময় বিদ্যুতায়িত মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

ভিন্নরূপে শাকিব খান

তামা না পিতল, প্রতিদিনের ব্যবহারে কোন বাসনটি স্বাস্থ্যের জন্য ভালো?

‘ট্রাম্প নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন’

শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

এই ৪ ভুল করছেন? তাহলে নিজেই ত্বকের ক্ষতি ডেকে আনছেন

শিশুকে হত্যার পর ৭০ ফুট গাছের ওপর ওঠেও রক্ষা পেল না যুবক

মাত্র ১৫০ টাকা খরচ করে ঘরে বসেই সুগন্ধি পারফিউম তৈরি করবেন যেভাবে

১০

ধর্ম অবমাননায় সমান শাস্তির বিধান চায় জাতীয় হিন্দু যুব মহাজোট

১১

শান্তিতে নোবেল ঘোষণার আগে ওবামাকে নিয়ে ট্রাম্পের ‘বিস্ফোরক’ মন্তব্য

১২

অতিরিক্ত মাথাব্যথা কি ব্রেন টিউমারের লক্ষণ?

১৩

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১৪

সড়কে উঠতে বাধা, ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

১৫

টানা ৩ দিন ৪ ঘণ্টার কম ঘুমালে কী হতে পারে, জানেন?

১৬

ব্রাজিলের খেলোয়াড়দের কাছে মাঠে প্রমাণ চাইলেন আনচেলত্তি

১৭

হংকং ম্যাচে হারের পর যা বললেন হামজা

১৮

বিশ্ব ডিম দিবস আজ

১৯

ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

২০
X