কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভেলকি দেখিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পথে মার্ক্সবাদী নেতা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী অনুরা কুমারা দিসানায়েকে। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী অনুরা কুমারা দিসানায়েকে। ছবি : সংগৃহীত

আপদ কাটিয়ে ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কায় শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই বছর আগে গণবিক্ষোভের মুখে পতন ঘটে গোতাবায়া রাজাপাকসে সরকারের। এরপর এতদিন ধরে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রনিল বিক্রমাসিংহে। তবে সংকট কাটিয়ে ওঠায় নির্বাচন আয়োজন করে শ্রীলঙ্কা। সেই নির্বাচনে ভেলকি দেখাচ্ছেন অপেক্ষাকৃত তরুণ রাজনীতিক অনুড়া কুমারা দিসানায়েকে।

এখনও ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। তবে এখন পর্যন্ত গণনা হওয়া ভোটে ৫৩ শতাংশ পেয়ে এগিয়ে রয়েছেন দিসানায়েকে। শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কমিশনের তথ্য মতে, ২২ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাজিথ প্রেমাদাসা। আর তৃতীয় অবস্থানে আছে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

নির্বাচনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হচ্ছে, এ তিনজনের মধ্যে। ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ শ্রীলঙ্কায় প্রায় ১ কোটি ৭০ লাখ ভোটার রয়েছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, শনিবারের নির্বাচনে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়েছে। সেই ভোটেই ভাগ্য নির্ধারিত হচ্ছে এই রাজনীতিকদের। তবে গণবিক্ষোভে বড় ভূমিকা রাখা দিসানায়েকে, সবাইকে পেছনে ফেলেছেন নির্বাচনী এই দৌড়ে।

দিসানায়েকে জনতা বিমুক্তি পেরেমুনা-জেভিপি পার্টির প্রধান হলেও নির্বাচনে লড়েছে ন্যাশনাল পিপলস পাওয়ার-এনপিপি জোটের প্রার্থী হয়ে। মার্ক্সবাদী রাজনীতি করা দিসানায়েকের পার্টি ব্যাপক অর্থনৈতিক সংস্কারের পক্ষে বেশ সরব। পার্লামেন্টে বর্তমানে তিনটি আসন রয়েছ জেভিপির। তবে দুর্নীতি বিরোধী পদক্ষেপের অঙ্গীকার এবং গরিবপন্থি নীতির কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন দিসানায়েকে।

নির্বাচনের মাঠে ভেলকি দেখানো দিসানায়েকে রাজনীতির ময়দানে নতুন নয়। ২০২২ সালের গণবিক্ষোভ, যা আরাগালায়া নামে পরিচিত, সেই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন দিসানায়েকে। কোনো দলই ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার দাবি না করলেও আলজাজিরা জানিয়েছিল, জেভিপি ওই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিল। ঢুকতে থাকা অর্থনৈতিক অবস্থার মধ্যে এমন আন্দোলনেই পতন ঘটেছিল গোতাবায়া রাজাপাকসের।

গোতাবায়া পালিয়ে গেলে শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা দেখা দেয়। সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছেন দিসানায়েকে। সমাজে ব্যাপক সংস্কারের জন্য সরব হয় জেভিপি। সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতির মতো ইস্যুতে জেভিপির এমন জোরালো অবস্থান, শ্রীলঙ্কার সাধারণ মানুষের কাছে দিসানায়েকে জনপ্রিয় করে তোলে। আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে ব্যালটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

আবারও একসঙ্গে দেব-শুভশ্রী

সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেয়া পায়েলকে

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

মানসিক স্বাস্থ্য ভালো রাখার কিছু দৈনন্দিন অভ্যাস

নারায়ণগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের মনোনয়নপত্র স্থগিত ‎

সেই ব্যবসায়ীর মৃত্যুতে নুরুদ্দিন অপুর শোক

তাসনিম জারার মনোনয়ন বাতিল

ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১০

এক্স ও গ্রোককে ৭২ ঘণ্টার আলটিমেটাম ভারতের

১১

মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশ

১২

কাবাডির ফাইনালে বিজিবি-সেনাবাহিনী, আনসার-পুলিশ

১৩

ছুরিকাঘাত ও আগুনে দগ্ধ সেই ব্যবসায়ীর মৃত্যু

১৪

১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৫

বাংলাদেশে সবচেয়ে বেশি শীত কবে পড়েছিল

১৬

সমীকরণ মিললে এই বছর পাঁচবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!

১৭

সিনেমায় আবারও জুটি হচ্ছেন রানি-অক্ষয়

১৮

৮৪ জনের প্রার্থিতা বাতিল, কে কোন দলের

১৯

লেবাননে স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল

২০
X