কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১২:৩৮ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন জিনপিং

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সিনহুয়া
চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সিনহুয়া

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও সহযোগিতা আরও দৃঢ় হচ্ছে। চীন তাদের অর্থনৈতিক সহায়তার ধারা অব্যাহত রাখবে। এ সময় তিনি মন্তব্য করেন, বাংলাদেশে বহিরাগতদের হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। খবর সিনহুয়ার।

বুধবার (২৩ আগস্ট) আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের মাঝে দ্বিপাক্ষিক এক বৈঠকে এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জোহানেসবার্গের হোটেল হিলটন স্যান্ডটনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও কৃষিসহ বিভিন্ন খাতে পারস্পারিক সহায়তা বাড়ানোর কথা জানান শি।

চীনের প্রেসিডেন্ট বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্ব রয়েছে। ২০১৬ সালে দ্বিপাক্ষীক এ সম্পর্ক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হয়েছে। যার ফলে পারস্পারিক সহায়তা আরও বৃদ্ধি পেয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে চীন ও বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তবে চীন এ পারস্পারিক সম্পর্ক জোরদারে আরও কৌশলী হতে আগ্রহী। এ সম্পর্ক আরও গভীর করে নতুন উচ্চতায় নিতে চায় চীন, যাতে করে উভয় দেশের জনগণ আরও উপকৃত হতে পারে।

শি বলেন, চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখাকে সমর্থন করে। এছাড়া বাংলাদেশের ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপের বিরোধিতা করে চীন।

চীনের প্রেসিডেন্ট বলেন, পারস্পারিক আগ্রহের ভিত্তিতে দৃঢ়ভাবে সমর্থনের জন্য চীন বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায়। এজন্য উভয় পক্ষের কৌশলগত যোগাযোগ জোরদার ও বিভিন্ন বিভাগ এবং স্তরের মাঝে ঘনিষ্ট যোগাযোগ বিনিময়ের আহ্বান জানাই।

বৈঠকে নিউ ডেভোলপমেন্ট ব্যাংকে (ব্রিকস ব্যাংক) যোগ দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান জিনপিং। তিনি বাংলাদেশের সঙ্গে চীনের বহুপাক্ষিক সম্পর্ক জোরদার ও সমন্বয়ের জন্য আগ্রহী বলে জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা মশিউর গ্রেপ্তার

বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

রায়েরবাজারে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিকদের যা বললেন প্রধান উপদেষ্টা 

বলিউড থেকে বিদায় নেবেন আনুশকা শর্মা!

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বিএনপি নেতার

সায়েন্সল্যাব অবরোধ

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

অভিমানে ফাঁস নিলেন আসিফ‎

বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজার নবীন সদস্যের শপথ 

১০

নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল

১১

যেভাবে টানা ৪ দিনের ছুটি মিলতে পারে

১২

ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ শিক্ষার্থীদের

১৩

দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী

১৪

সন্তানের জন্মের পর নারীদের মধ্যে বাড়ছে অবসাদ উদ্বেগ

১৫

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৬

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

১৭

গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু 

১৮

হলিফ্যামিলি হাসপাতালে হামলার নিন্দা / চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি ড্যাবের

১৯

আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২০
X