কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার সমর্থন পাবে আফগানিস্তান, নিশানায় কে?

কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রেসিডেন্টের আফগানবিষয়ক দূত জামির কাবুলভ। ছবি : সংগৃহীত
কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রেসিডেন্টের আফগানবিষয়ক দূত জামির কাবুলভ। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে তালেবান সরকারকে সহায়তার ঘোষণা দিয়েছে রাশিয়া। আফগানিস্তানে মস্কোর বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ এ ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২ মে) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

জামির কাবুলভ বলেন, ইসলামিক স্টেট আমাদের উভয়ের (রাশিয়া ও আফগানিস্তান) শত্রু। আইএসের আফগান শাখার বিরুদ্ধে তালেবান সরকারের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই এবং যথাযথ প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের সর্বোচ্চ সহায়তা করব।

তালেবান সরকারও জানিয়েছে, তারা দেশ থেকে আইএস নির্মূলে কাজ করে যাচ্ছে। যদিও তাদের কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন রয়েছে, তবুও রাশিয়ার এমন অবস্থান দুই দেশের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি রাশিয়ায় আইএসের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত বছরের মার্চে মস্কোর কাছে একটি কনসার্টে ভয়াবহ হামলায় ১৪৫ জন নিহত হন, যার দায় স্বীকার করে আইএস। মার্কিন গোয়েন্দাদের মতে, এই হামলায় জড়িত ছিল আফগানভিত্তিক সংগঠন আইএস-খোরাসান।

এই প্রেক্ষাপটেই তালেবান সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে মস্কো। ২০০৩ সাল থেকে রাশিয়ার সন্ত্রাসী তালিকায় থাকা তালেবানকে গত মাসে সেই তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, এটি তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার এক ধরনের প্রাথমিক পদক্ষেপ।

রুশ প্রতিনিধি কাবুলভ আরও জানান, কাবুল ও মস্কোর মধ্যে সম্পর্ক উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে মস্কোতে একজন আফগান প্রতিনিধিকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবও রয়েছে। আফগান পক্ষ সম্মতি দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, তালেবানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সহযোগিতার সব বাধা দূর হয়েছে।

এছাড়া কৌশলগত গুরুত্বের জায়গা থেকে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক জোরদারে আগ্রহী রাশিয়া। বিশেষ করে জ্বালানি ও অবকাঠামো খাতে যৌথ প্রকল্প বাস্তবায়নের কথা ভাবছে মস্কো। এ বিষয়ে আলোচনা হবে চলতি মাসে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠেয় রুশ-আফগান ব্যবসায়িক ফোরামে।

প্রস্তাবিত খাতগুলোর মধ্যে রয়েছে খনিজ সম্পদ উন্নয়ন, গ্যাস পাইপলাইন এবং অবকাঠামো নির্মাণ—যা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রার্থিতা ফিরে পেলেন গণঅধিকার পরিষদের আবুল কালাম 

ভারত যেন ‘অসহায়’, বড় ব্যবধানে হারল বাংলাদেশের কাছে

জানা গেল পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জাতীয় সংগীত আমাদের স্বাধীনতার স্পন্দন : নুরুদ্দিন অপু

ইসলামী আন্দোলন নিয়ে যে বার্তা দিলেন রাশেদ প্রধান

ক্ষমতায় এলে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ জানালেন রেজা পাহলভি

ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণার আশা মামুনুল হকের

নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

এনসিপির জুয়েলের মনোনয়ন জমা নেওয়ার নির্দেশ

১০

প্রক্রিয়াজাত খাদ্য শিল্পে ফর্টিফাইড আটা-ময়দার ব্যবহার বিষয়ে কর্মশালা

১১

১১ দলের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আজ, জানা গেল সময়

১২

পটুয়াখালীতে বিএনপির একাধিক কমিটি স্থগিত

১৩

মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

১৫

পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত : সালাহউদ্দিন

১৬

জুবিনের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

১৭

জোটের জরুরি বৈঠক, যে কারণে নেই ইসলামী আন্দোলন

১৮

মিরসরাইয়ে কাভার্ডভ্যানে আগুন

১৯

ইরানের পক্ষে কঠোর অবস্থান সৌদি আরবের

২০
X