কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৯:১৬ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি নারীদের বিয়ে করতে নিষেধ করল চীন

প্রতীকী ছবি ।
প্রতীকী ছবি ।

বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ের ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। রোববার (২৫ মে) স্থানীয় সময় রাতে দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সতর্কবার্তা জারি করা হয়। খবর গ্লোবাল টাইমস ।

বিবৃতিতে বলা হয়েছে, চীনের নাগরিকদের বিদেশিদের সঙ্গে বিয়ের ক্ষেত্রে নিজ দেশের আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। বিশেষ করে, বৈধতার বাইরে কোনো বিয়ের দালালি বা বাণিজ্যিকভাবে পরিচালিত এজেন্টদের মাধ্যমে বিয়ে করা থেকে বিরত থাকতে হবে।

সতর্কবার্তায় বলা হয়, চীনা নাগরিকদের উচিত অনলাইনে প্রচারিত আন্তঃসীমান্ত প্রেম বা ডেটিং সংক্রান্ত কনটেন্ট দ্বারা প্রভাবিত না হওয়া এবং বিদেশিদের বিয়ে করার ধারণা থেকে দূরে থাকা। পাশাপাশি, বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

চীনা আইন অনুযায়ী, কোনো বিয়ের সংস্থা আন্তর্জাতিক বিবাহের দালালি করতে পারবে না। এমনকি কেউ যদি ব্যক্তিগতভাবে প্রতারণা বা লাভের উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালনা করে, সেটিও সম্পূর্ণ বেআইনি।

বিবৃতিতে চীনা নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন, তাহলে যেন দ্রুত চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।

দূতাবাস আরও সতর্ক করে জানায়, বাংলাদেশ মানবপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ফলে যদি কোনো চীনা নাগরিক বাংলাদেশি নারীদের সঙ্গে অবৈধভাবে বিয়েতে জড়ান, তাহলে তাকে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে।

বাংলাদেশের দণ্ডবিধি ও মানবপাচারবিরোধী আইন অনুযায়ী, মানবপাচার সংঘটিত করার অপরাধে সর্বনিম্ন সাত বছর থেকে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হতে পারে। সঙ্গে কমপক্ষে ৫ লাখ টাকা জরিমানা ধার্য হয়। একইসঙ্গে যারা মানবপাচারে উসকানি দেন, পরিকল্পনা করেন, বাস্তবায়নে অংশ নেন কিংবা সহায়তা করেন, তাদের তিন থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা হতে পারে।

চীনা দূতাবাস আরও উল্লেখ করেছে, বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া অনেক সময় দীর্ঘ হয়। মানবপাচারের অভিযোগে কেউ গ্রেপ্তার হলে পুলিশি তদন্ত থেকে শুরু করে আদালতের রায় পর্যন্ত প্রক্রিয়ায় বছর লেগে যেতে পারে। ফলে এতে পরিবার পুনর্মিলন, জীবনযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সতর্কবার্তাটি বাংলাদেশে অবস্থানরত ও বাংলাদেশে আসতে আগ্রহী চীনা নাগরিকদের উদ্দেশে জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফ্রিদির বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করল ব্রিসবেন

সব অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

ভেনেজুয়েলার দায়িত্ব কে নেবেন? ট্রাম্প বললেন, ‘আমি’

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিবন্ধনের সময় শেষ / পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখের বেশি আবেদন

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

ঢাকার ৭ এলাকায় আজ বায়ুদূষণ মারাত্মক, সুরক্ষায় কিছু পরামর্শ

সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি, পুরো বিষয়টি বানোয়াট : নাহিদ

ছুটির তালিকা সংশোধনের আহ্বান প্রাথমিক শিক্ষকদের

১০

নাক বন্ধ? আরাম পেতে সহজ কিছু পরামর্শ

১১

লবণের পরিমাণ কম না বেশি, কোনটা ক্ষতিকর

১২

বিপিএল: সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ পুলিশ

১৩

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের

১৪

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন কে. এম. মোজিবুল হক

১৫

আজ রোদের দেখা মিলবে কি না যা জানা গেল

১৬

কতজন সেনা গিয়ে মাদুরোকে তুলে নিয়েছিল, জানাল যুক্তরাষ্ট্র

১৭

চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রির হাড় কাঁপানো শীত, জনজীবন স্থবির

১৮

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু 

১৯

ইরান নিয়ে একাট্টা যুক্তরাষ্ট্র-ইসরায়েল, কী হতে যাচ্ছে সামনে

২০
X