কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০১:৪১ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির পরোয়ানার পর প্রথম বিদেশ সফরে যাবেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : রয়টার্স
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : রয়টার্স

ইউক্রেনে যুদ্ধে শিশুদের জোরপূর্বক বাস্তচ্যুত করায় যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আর এ গ্রেপ্তার এড়াতে ব্রিকস ও জি-২০ সম্মেলনে যোগ দেননি তিনি। তবে এবার নিজের ঘনিষ্ঠ বন্ধু শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি-তে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই প্রথম বিদেশ সফরে যেতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের অক্টোবরে বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নিতে পুতিনের চীন সফরের প্রস্তুতি নিচ্ছে ক্রেমলিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এই সফর করবেন তিনি। যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলবেন আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ এই দুই খেলোয়াড়।

মার্কিন সংবাদমাধ্যম ডেইলি বিস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, দ্রুত বর্ধনশীল দেশগুলোর জোট ব্রিকসের পরবর্তী সভাপতির দায়িত্ব পালন করবে রাশিয়া। মস্কো এমন সময় এই দায়িত্ব পাচ্ছে, যখন জোটে যোগ দিতে হুমড়ি খেয়ে পড়ছে বিভিন্ন দেশ। আর নিজেদের বলয়ে থাকা কিংবা পশ্চিমাদের সঙ্গে বৈরিতা থাকা দেশগুলোকে ব্রিকসে টানতে আগ্রহী চীন-রাশিয়া। আসন্ন সফরে পুতিন-জিনপিং বৈঠকে বিষয়টি গুরুত্ব পাবে।

আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি গেল মার্চ মাসে গ্রেপ্তারি পরোয়ানার জারির পর থেকে পুতিন রাশিয়া ছাড়েননি। তবে ইউক্রেনের রাশিয়া অধিকৃত এলাকা পরিদর্শন করেছেন তিনি।

গেল সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনও এড়িয়ে যান পুতিন। যদিও কারণ হিসেবে পুতিনের ব্যস্ততার কথা জনিয়েছিল ক্রেমলিন। তবে, বিশ্লেষকরা জানান, আইসিসির সিগনেটোরি দেশ হিসেবে পুতিনকে গ্রেপ্তারের এখতিয়ার ছিল প্রিটোরিয়ার হাতে। তাই আন্তর্জাতিক চাপ এড়াতে রামাফোসা প্রশাসন কৌশলে পুতিনকে সম্মেলন এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, শুধু ব্রিকসই নয়, আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনেও অংশ নেবে না পুতিন। সেখানে তার পরিবর্তে রাশিয়াকে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এরই মধ্যে, ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি জনিয়ে দিয়েছেন পুতিন।

গেল ১৭ মার্চ এক বিবৃতিতে আইসিসি জানায়, ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত। ফলে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আইসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা

৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন চলছে

মৃদু শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রির ঘরে

১৫ মাসে কোরআনের হাফেজ শিশু সোলাইমান

ইতিহাসের মহাকাব্যে খালেদা জিয়ার নাম স্মরণীয় হয়ে থাকবে : লায়ন ফারুক

আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে ইশরাকের সাধুবাদ

প্রতিহিংসার রাজনীতি নয় খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটবো : রবিন

আমি নির্দোষ, এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট : মাদুরো

১০

খালেদা জিয়া দূরদর্শী নেত্রী : পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

ভারতকে আবারো হুমকি ট্রাম্পের

১২

জামায়াত এখন পরিশুদ্ধ : কর্নেল অলি

১৩

জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে যাবেন তারেক রহমান

১৪

জামায়াত-ইসলামী আন্দোলন-এনসিপি জোটের আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

১৫

ডোপিং নজরদারির তালিকায় বুমরাহ-গিলসহ ভারতের ৩৪৭ জন

১৬

সাত নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর

১৭

আশুরা ও সরস্বতী পূজাসহ ধর্মীয় ছুটি বাতিল হয়নি : প্রেস উইং

১৮

সুপ্রিম কোর্ট প্রশাসনের কঠোর সতর্কতার বিষয়ে ডিআরইউ’র উদ্বেগ

১৯

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন : সেলিমুজ্জামান

২০
X