কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০১:৪১ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির পরোয়ানার পর প্রথম বিদেশ সফরে যাবেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : রয়টার্স
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : রয়টার্স

ইউক্রেনে যুদ্ধে শিশুদের জোরপূর্বক বাস্তচ্যুত করায় যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আর এ গ্রেপ্তার এড়াতে ব্রিকস ও জি-২০ সম্মেলনে যোগ দেননি তিনি। তবে এবার নিজের ঘনিষ্ঠ বন্ধু শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি-তে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই প্রথম বিদেশ সফরে যেতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের অক্টোবরে বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নিতে পুতিনের চীন সফরের প্রস্তুতি নিচ্ছে ক্রেমলিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এই সফর করবেন তিনি। যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলবেন আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ এই দুই খেলোয়াড়।

মার্কিন সংবাদমাধ্যম ডেইলি বিস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, দ্রুত বর্ধনশীল দেশগুলোর জোট ব্রিকসের পরবর্তী সভাপতির দায়িত্ব পালন করবে রাশিয়া। মস্কো এমন সময় এই দায়িত্ব পাচ্ছে, যখন জোটে যোগ দিতে হুমড়ি খেয়ে পড়ছে বিভিন্ন দেশ। আর নিজেদের বলয়ে থাকা কিংবা পশ্চিমাদের সঙ্গে বৈরিতা থাকা দেশগুলোকে ব্রিকসে টানতে আগ্রহী চীন-রাশিয়া। আসন্ন সফরে পুতিন-জিনপিং বৈঠকে বিষয়টি গুরুত্ব পাবে।

আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি গেল মার্চ মাসে গ্রেপ্তারি পরোয়ানার জারির পর থেকে পুতিন রাশিয়া ছাড়েননি। তবে ইউক্রেনের রাশিয়া অধিকৃত এলাকা পরিদর্শন করেছেন তিনি।

গেল সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনও এড়িয়ে যান পুতিন। যদিও কারণ হিসেবে পুতিনের ব্যস্ততার কথা জনিয়েছিল ক্রেমলিন। তবে, বিশ্লেষকরা জানান, আইসিসির সিগনেটোরি দেশ হিসেবে পুতিনকে গ্রেপ্তারের এখতিয়ার ছিল প্রিটোরিয়ার হাতে। তাই আন্তর্জাতিক চাপ এড়াতে রামাফোসা প্রশাসন কৌশলে পুতিনকে সম্মেলন এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, শুধু ব্রিকসই নয়, আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনেও অংশ নেবে না পুতিন। সেখানে তার পরিবর্তে রাশিয়াকে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এরই মধ্যে, ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি জনিয়ে দিয়েছেন পুতিন।

গেল ১৭ মার্চ এক বিবৃতিতে আইসিসি জানায়, ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত। ফলে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আইসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা হতে চলেছেন প্রিয়াঙ্কা

শিশু হৃদয় হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

সমীর দাসের পরিবারের পাশে থাকবে বিএনপি : মিন্টু

জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন স্থগিত চায় জুলাই ঐক্য

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ব্রিটেনে তরুণীকে ধর্ষণ করলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী যুবক

রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য : হাবিব

অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল মিনেসোটা

‘নারী অবমাননার’ বিতর্কে যশের ‘টক্সিক’

মাথার খুলি খুলে রাখা হয়েছে হুজাইফার

১০

তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান

১১

জিয়া পরিষদ টেলিটক শাখার দোয়া মাহফিল / খালেদা জিয়ার আদর্শ অনুপ্রেরণা হয়ে থাকবে

১২

আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন : সালাহউদ্দিন 

১৩

আমদানিতে শুল্ক কমাল, কত কমতে পারে মোবাইলের দাম?

১৪

ইরানে বাড়ি বাড়ি তল্লাশিতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক

১৫

গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে পাঠানো হচ্ছে ঢাকায়

১৬

লিভার সুস্থ রাখতে যে সবজি হতে পারে আপনার দৈনন্দিন বন্ধু

১৭

শাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ যা জানা গেল

১৮

অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার সতর্কবার্তা

১৯

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা চাকরিচ্যুত

২০
X