কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১০:২৫ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

পাঁচ বছরের মধ্যে যুক্তরাজ্যের শীর্ষ মন্ত্রীর প্রথম চীন সফর

পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। ছবি : রয়টার্স
পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। ছবি : রয়টার্স

দীর্ঘ পাঁচ বছর পর চীন সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের শীর্ষ মন্ত্রী। চীনের কৌশল নিয়ে এমপিদের সমালোচনা উপেক্ষা করে পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এবার দেশটিতে সফর করবেন। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৮ সালে শীর্ষ মন্ত্রী হিসেবে ক্লেভারলি চীন সফর করেছিলেন। এর পাঁচ বছর পর তিনি আবার দেশটিতে সফর করবেন। তিনি বলেন, এমপিদের বিরোধ সত্ত্বেও বৈশ্বিক গুরুত্ব বিবেচনায় এটি উপেক্ষা করার সুযোগ নেই।

দেশটির পররাষ্ট্রবিষয়ক কমিটির এমপিরা তার এ সফরকে চীনের কৌশলের সাথে অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন। সিনিয়র কনজারভেটিভ স্যার লাইন ডাঙ্কান স্মিথ এ সফর চীনকে তুষ্টিকরণ বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এরমানে আমরা কেবল ব্যবসা বাড়াতে চায়। চীনকে কোনোভাবেই ব্যথিত করতে চায় না।

সফরে ক্লেভারলির সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভাইস প্রেসিডেন্ট হান জেংয়ের সাথে বৈঠক করবেন। এ সময় তিনি জিনজিয়াং ও তিব্বতে মানবাধিকার, হংকংয়ের প্রতি আচরণ ও যুক্তরাজ্যের এমপিদের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ ও সাইবার নিরাপত্তা নিয়েও আলোচনার কথা রয়েছে।

সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ক্লেভারলি বলেন, জলাবায়ু পরিবর্তন থেকে মহামারি, অর্থনৈতিক অস্থিতিশীলতা থেকে পরামাণু শক্তিবৃদ্ধি সকল সমস্যাই চীনকে ছাড়াই সমাধান করা সম্ভব। এতে বৈশ্বিক গুরুত্বপূর্ণ কোনো সমস্যা নেই। যদিও চীনের আকার ইতিহাস ও বৈশ্বিক গুরুত্বের কারণে তাদের উপেক্ষার করার সুযোগ নেই। তবে এজন্য অবশ্যই তাদের বৈশ্বিক মঞ্চে দায়িত্বতার সাথে আসতে হবে। আর এ দায়িত্ব বলতে আন্তর্জাতিক দায়িত্ব ও বাধ্যবাধকতা পূর্ণ করা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, সফরে আন্তর্জাতিক ও আঞ্চলিক কমন উদ্বেগ নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হবে। আমার আশা করি ব্রিটিশরা আমাদের পারস্পারিক সম্পর্ক ও চেতনার প্রতি শ্রদ্ধা রাখবে, পারস্পারিক আদান-প্রদান আরো গভীর হবে এবং দুদেশের সম্পর্ক আরও উন্নত হবে।

পররাষ্ট্রবিষয়ক কমিটির উদ্বেগের পর দেশটিতে সফর করতে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্লেভারলি। যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে চীনের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন ব্রিটিশ এমপিরা। তারা চীনের কমিউনিস্ট পার্টির কর্মকাণ্ডকে যুক্তরাজ্য ও তাদের স্বার্থের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

কমিটি চীনের সরকারের পাবলিক প্রাইভেট সেক্টরের গাইডলাইনে সমন্বয়ে দুর্বলতা রয়েছে বলে মন্তব্য করেছে। এ বিষয়ে কমিটি চীনের এ কৌশলের বিষয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রীদের ব্যাখ্যা চেয়ে বিষয়টি স্পষ্ট করারও দাবি জানিয়েছে।

উল্লেখ্য, দুই দেশের পারস্পারিক সম্পর্ক উন্নয়নে বুধবার (৩০ আগস্ট) চীন সফর করবেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন দেশ, কী হচ্ছে ইরানে

আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না : তারেক রহমান 

‘আমরা রাস্তা চাই না, জমি না থাকলে না খেয়ে মরতে হবে’

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে ন্যাশনাল লেবার পার্টির অভিনন্দন 

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ দাবি করে নতুন করে যা জানালেন নাজমুল

ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় প্রাণ গেল মায়ের

অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন

শোধনাগার বন্ধ, পানি সংকটে ৬০০ পরিবার

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক 

যেসব লক্ষণে বুঝবেন আপনার শরীর বিরতি চাইছে

১০

কারাগারে হাজতির মৃত্যু

১১

শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

১২

১৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, থাকবে কতদিন 

১৩

বিমানবন্দর থেকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহজালাল 

১৪

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১৫

ভুলেও যে ৫ খাবারের সঙ্গে ডিম না খাওয়াই ভালো

১৬

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাসনিম জারার স্ট্যাটাস

১৭

চবির এক সিন্ডিকেটে ১৫৩ নিয়োগ 

১৮

দেশবাসী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে : মির্জা ফখরুল

১৯

ব্র্যাকে চাকরির সুযোগ

২০
X