জাপানের পূর্বাঞ্চলীয় ইবারাকি উপকূলে প্রশিক্ষণরত একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
দেশটির বিমান আত্মরক্ষাবাহিনীর বরাতে জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।
এনএইচকে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটিতে একজন পাইলট ছিলেন, যিনি বিমান বিধ্বস্ত হওয়ার সময় নিরাপদে বেরিয়ে যান এবং তাকে উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বিমান আত্মরক্ষাবাহিনী। প্রসঙ্গত, আফ্রিকার দেশ ঘানায় বুধবার (৬ আগস্ট) একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতেও একটি এয়ারি অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সব আরোহী প্রাণ হারিয়েছেন গতকাল।
মন্তব্য করুন