যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের তথ্য মন্ত্রণালয় ওয়াশিংটনের লবিস্ট ফার্ম ডিসিআই গ্রুপের সঙ্গে বছরে ৩০ লাখ ডলারের চুক্তি করেছে। মার্কিন ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (এফএআরএ) অনুযায়ী, চুক্তিটি ৩১ জুলাই স্বাক্ষরিত হয়। খবর রয়টার্স
ডিসিআই গ্রুপ বাণিজ্য, প্রাকৃতিক সম্পদ ও মানবিক সহায়তা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে জনসংযোগ কার্যক্রম চালাবে। ফার্মটির অন্যতম অংশীদার জাস্টিন পিটারসন আগে ট্রাম্প প্রশাসনে কাজ করেছেন।
মিয়ানমারের বিরল মৃত্তিকা খনিজে যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকলেও বিশ্লেষকরা বলছেন, তা পেতে ওয়াশিংটনকে বড় ধরনের লজিস্টিক ও ভূরাজনৈতিক বাধা মোকাবিলা করতে হবে।
২০২১ সালে ক্ষমতা দখল করা জেনারেল মিন অং হ্লাইং সম্প্রতি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক গড়তে উদ্যোগী হয়েছেন এবং শুল্ক কমানো ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেছেন।
মন্তব্য করুন