

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। দেশটিতে পাঁচ দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার (১০ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে সোমবার বিকেলে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়াতে প্রদেশের পূর্ব উপকূলের ইয়ামাদা এলাকার কাছে। এটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১১.২ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি জাপানের ভূমিকম্পের মাত্রা নির্ধারণ স্কেলে ৭-এর মধ্যে ৩ মাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগের দিন রোববার একই প্রদেশ ইওয়াতে উপকূলে ৬ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এটির যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। সে সময় জাপানের আবহাওয়া অধিদপ্তর সুনামি সতর্কতা জারি করেছিল, যা পরে প্রত্যাহার করা হয়।
মন্তব্য করুন