রাজতন্ত্রের সংস্কারের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় অ্যানন নামপা নামের এক আইনজীবী ও অ্যাকটিভিস্টকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত। রাজতন্ত্রের প্রথা ভাঙতে তিন বছর ওই ব্যক্তি আন্দোলন গড়ে তুলেছিলেন। খবর আলজাজিরা।
মঙ্গলবার থাইলান্ডের রাজধানী ব্যাংককের একটি আদালত এ রায় ঘোষণা করে। এ সময় তাকে ২০ হাজার থাই বাথ (৫৫১ ডলার) জরিমানা করেছে। জরুরি ডিক্রি ভঙ্গ করায় এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন আদালত।
অ্যাননের আইনজীবী জানিয়েছেন, তিনি এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন।
থাইল্যান্ডে ২০২০ সালে এ রাজতন্ত্রের সংস্কারের দাবিতে আন্দোলনের সময়ে এ অভিযোগ হঠন করা হয়। ওই সময়ে আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচার পদত্যাগ ও নতুন সংবিধার গঠনের দাবিতে বিক্ষোভ করেন। পরে অন্দোলনকারীরা তখন গভর্নমেন্ট হাউজের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এর অগে আল জাজিরাকে অ্যানন জানিয়েছিলেন, তিনি জানতেন যে তার এমন দাবির কারণে তাকে গ্রেপ্তার করা হতে পারে। কেননা দেশের আইনে রাজতেন্ত্রর ব্যাপারে অত্যন্ত কঠোর। আদালতের পরিভাষায় এ পদক্ষেপকে লেস-ম্যাজেস্ট বলা হয়।