অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তান। দেশের সরকার বদল হলেও মানুষের ভাগ্যের বদল হয়নি। অথচ বিয়ের মতো ফরজ কাজও সম্পন্ন করতে হবে। কিন্তু খরচ অনেক বেশি। আর এই খরচ বাঁচাতে এবার অভিনব পথ বেছে নিলেন একদল আফগান তরুণ-তরুণী। বিয়েতে যেন খরচ কম হয় সে জন্য দলবেঁধে বিয়ের কাজ সেরেছেন ৫০ জোড়া বর-কনে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি।
গতকাল সোমবার রাজধানী কাবুলে এই গণবিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে উপলক্ষে কাবুল বিমানবন্দরের কাছে অনুষ্ঠানস্থলে বেশ জমকালো আয়োজন করা হয়। বিয়ের গাড়ি সাজানো হয় বিভিন্ন রঙে। সাজানো গাড়িতে করেই বর ও কনেকে আনা-নেওয়া করা হয়েছে। অনুষ্ঠানে শত শত অতিথি উপস্থিত হয়েছেন। তবে সেখানে কোনো নারীকে দেখা যায়নি।
সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন ১৮ বছর বয়সী রুহুল্লা রেজায়ি। তিনি সংখ্যালঘু হাজারা শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্য। তার দৈনিক আয় মাত্র সাড়ে তিনশ আফগানি। এতদিন তিনি নিজের বিয়ের খরচ বহন করতে পারছিলেন না। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, আমাদের ঐতিহ্য মেনে যে কোনো বিয়ের আয়োজনে দুই থেকে দেড় লাখ আফগানি (তিন থেকে চার লাখ টাকা) খরচ হয়। কিন্তু এখন মাত্র ১০ থেকে ১৫ হাজার আফগানিতে হয়ে যাবে।
এই যুবক আরও বলেন, আমরা আমাদের দুই পরিবার থেকে ৩৫ জনকে দাওয়াত দিয়েছি। অন্য সময়ে হলে এই সংখ্যাটা ৩০০ থেকে ৪০০ জন হতো।
সোমবারের বিয়ের অনুষ্ঠানটি আয়োজন করেছে দাতব্য সংস্থা সালেব ফাউন্ডেশন। বিয়ের পর প্রত্যেক নতুন দম্পতিকে অনুদান হিসেবে এক লাখ ৭৫ হাজার টাকার বেশি দিয়েছে সংস্থাটি। টাকা ছাড়াও নতুন সংসার জীবন শুরু করতে তাদের কেক, টুথপেস্ট, শ্যাম্পু, লোশন, মাদুর, কম্বলের মতো আরও বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে।
মন্তব্য করুন