

বিয়ের অনুষ্ঠানে ঘটে গেল এক লঙ্কাকাণ্ড। আর এ নিয়ে হাসিল রোল পড়ে যায় ওই বিয়ের অনুষ্ঠানে। মূলত কনের সাত পাকে ঘুরতে গিয়েই ঘটে এই বিপত্তি। আর এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ভারতে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
এতে দেখা যায়, বিয়ে উপলক্ষে একটি বাড়িতে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। চারদিকে আলোর ঝলকানি। এর মাঝে মঞ্চে দাঁড়িয়ে আছেন বর-কনে।
এ সময় সাত পাকে বাঁধা পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কিন্তু পাত্রীর পরনে ভারী লেহেঙ্গা ও স্বর্ণ থাকায় হাঁটতে পারছিলেন না। তখনই পাত্রীকে সাহায্য করতে এগিয়ে আসেন তার তিন বিদেশি বন্ধু।
তারা পাত্রীর পাশাপাশি পাত্রের সঙ্গে সাত পাক ঘুরছেন। এ সময় বিষয়টি নজরে এলে সবাই থমকে যান। তবে ওই তিন বান্ধুবী বিষয়টি বুঝতে পারেননি। তখন এক পুরোহিত এসে তাদের বুঝিয়ে বলায় তারাও অট্টহাসিতে ফেটে পড়েন এবং পাত্রীকে রেখে মণ্ডপ থেকে বেরিয়ে যান।
মন্তব্য করুন