ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দশ দফা মানবে না রাশিয়া। দেশটি বলছে, জেলেনস্কির পরিকল্পনা মেনে শান্তি চুক্তি অসম্ভব। সোমবার (৭ আগস্ট) এমন মন্তব্য করেছে রাশিয়া। এর আগে গত বছরের নভেম্বরে ১০ দফা প্রস্তাব করেন জেলেনস্কি। খবর আনাদোলুর।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, ১০ দফার কোনোটিই আলোচনার উপযুক্ত না। এগুলোতে কোনো কূটনৈতিক সমাধান নেই। জেলেনস্কির এমন দাবি রাশিয়ার কাছে অগ্রাহ্য, এর ফলে শত্রুতা আরও বাড়বে। এমন অযৌক্তিক দাবির ভিত্তিতে শান্তিচুক্তি অসম্ভব।
আরও পড়ুন : ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে, বললেন পুতিন
জাখারোভা অভিযোগ করেন, ইউক্রেনে ও পশ্চিমারা একদিকে শান্তি প্রস্তাবের গুরুত্বকে কমিয়ে দিয়েছে। অন্যদিকে তারা জেলেনস্কির শান্তি পরিকল্পনাকে প্রচার করে একচেটিয়া নিজেদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে।
জাখারোভা আরও বলেন, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক রয়েছে। যার ফলে এমন দাবির ভিত্তিতে সমাঝোতার চেষ্টা একটি ব্যর্থ পরিকল্পনা ছাড়া কিছুই নয়।
এর আগে বিষয়টি নিয়ে একই মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রস্তাব মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। এ প্রস্তাবকে বাস্তবতাবিবর্জিত আখ্যা দিয়ে তিনি বলেন, এমন প্রস্তাবে শান্তিপূর্ণ সমাধান আসবে না।
ওই সময়ে আরও বলা হয়, শান্তি আলোচনা করতে প্রস্তুত আছে মস্কো। তবে কিয়েভের ১০ দফার ভিত্তিতে কোনো শান্তি আলোচনা সম্ভব নয়।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে জি-২০ সম্মেলনে ১০ দফা শান্তি প্রস্তাব করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মতো পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিকিরণ ও পরমাণু নিরাপত্তা,খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বন্দি বিনিময়, জাতিসংঘের প্রস্তাবের বাস্তবায়ন, রুশ সেনা প্রত্যাহার পরিবেশ রক্ষা যুদ্ধ বন্ধের ঘোষণা ইত্যাদি।
মন্তব্য করুন