ফ্রান্সের আইফেল টাওয়ারে বোমা আতঙ্কের জন্য সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) দেশটির আধুনিকায়নের অন্যতম নিদর্শন এ স্থাপনায় বোমা আতঙ্কে সতর্কতা জারি করা হয়েছে। খরব আরব নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, টাওয়ারের তৃতীয় তলায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক এ স্থাপনাটিতে গত বছর ৬২ লাখ দর্শনার্থী গিয়েছিলেন।
টাওয়ারের রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান এসইট’র মুখপাত্র বলেন, ঘটনাস্থল সম্ভাব্য একটি রেস্টুরেন্টসহ এলাকা ঘিরে রেখেছে বোম্ব ডিসপোজাল ইউনিট ও পুলিশ। এ ধরনের পরিস্থিতি বিরল ঘটনা।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর দেড়টার দিকে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরপরই ঘটনাস্থল থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে ২০১০ সালের ১৪ সেপ্টেম্বর সম্ভব্য বোমা হামলার আশঙ্কায় আইফেল টাওয়ার দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। অনুসন্ধান চালিয়ে কোনো বোমা পাওয়া না যাওয়ায় পর দিন আবারো তা খুলে দেওয়া হয়।
টাওয়ারটি ১৮৮৭ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়। এটি শেষ হয় ১৮৮৯ সালের ৩১ মার্চ। ১৮৮৯ সালে এ দৃষ্টিনন্দন টাওয়ার দর্শনার্ধীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ওই বছর ২০ লাখ দর্শনার্থী পরিদর্শন করেন।
মন্তব্য করুন