কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

ইমামদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিল ফ্রান্স

ফ্রান্সে ইমামদের রাষ্ট্রীয় স্বীকৃতি
প্রতীকী ছবি। সংগৃহীত

ফ্রান্স সরকার আনুষ্ঠানিকভাবে ইমামতিকে একটি স্বীকৃত পেশা হিসেবে গ্রহণ করেছে। এ সিদ্ধান্তের ফলে দেশটিতে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে। এছাড়া, ইমামদের পেশাগত দায়িত্ব ও কর্মপরিধি নির্ধারণে সরকারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো দেশটিতে ইমামতিকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামদের ভূমিকাকে সরকারি স্বীকৃতি দিচ্ছে।

রেতাইয়ো এই ঘোষণাটি ফরাসি ইসলাম ফোরামের (এফওআরআইএফ) দ্বিতীয় বৈঠকের সমাপনী অধিবেশনে দেন। ফোরামটি মূলত ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সরকারের সম্পর্ক উন্নয়নের জন্য গঠিত একটি সংস্থা।

তিনি বলেন, রাষ্ট্র ও মুসলিম ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে সংলাপ পারস্পরিক আস্থা ও দায়িত্ববোধের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। এছাড়া, মুসলিমরা যাতে কোনো উগ্র মতাদর্শ দ্বারা প্রভাবিত না হয় এবং সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়, সেটিই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

ইমামদের জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা ও সুবিধা

সরকারের এই সিদ্ধান্তের ফলে ফ্রান্সের কর্মসংস্থান সংস্থায় ইমামদের জন্য একটি নির্দিষ্ট কর্মবর্ণনা (জব ডেসক্রিপশন) তৈরি করা হবে। এতে ইমামদের দায়িত্ব, কাজের পরিধি ও পেশাগত শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

এছাড়া, ইমামদের জন্য সরকার নির্ধারিত কর্মসংস্থান চুক্তি (এমপ্লয়মেন্ট কনট্রাক্ট) থাকবে, যা তাদের কাজের নিরাপত্তা নিশ্চিত করবে। ফলে ইমামরা একটি সংগঠিত কাঠামোর মধ্যে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।

ইসলামবিদ্বেষ মোকাবেলায় সরকারের উদ্যোগ

রেতাইয়ো তার ভাষণে ফ্রান্সে ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ২০২৩ সালে দেশটিতে ১৭৩টি মুসলিমবিরোধী হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ সমস্যা সমাধানে ফরাসি সরকার একটি নতুন অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম চালু করবে। এর মাধ্যমে ইসলামবিদ্বেষী হামলা বা বৈষম্যের শিকার ব্যক্তিরা সহজেই অভিযোগ জানাতে পারবেন।

সিদ্ধান্তের প্রতিক্রিয়া ও বিতর্ক

বিশেষজ্ঞরা মনে করছেন, এই স্বীকৃতি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সরকারের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ইসলামবিদ্বেষ রোধেও সহায়ক হবে।

তবে কিছু মহল থেকে এ সিদ্ধান্তের সমালোচনাও হতে পারে। কারণ, ফ্রান্সে ধর্মীয় বিষয়ে সরকারি হস্তক্ষেপ নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে।

ফ্রান্সের মুসলিম সম্প্রদায়ের জন্য ইতিবাচক অগ্রগতি ফ্রান্স সরকারের এই সিদ্ধান্ত ইমামদের পেশাগত স্বীকৃতি, কর্মসংস্থান সুবিধা এবং ইসলামবিদ্বেষ মোকাবিলায় সরকারের দায়বদ্ধতা বাড়ানোর প্রতিফলন ঘটায়।

বিশ্লেষকদের মতে, এটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি যা তাদের সামাজিক ও ধর্মীয় অধিকারকে আরও সুসংহত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্তস্পন্দন প্ল্যাটফর্মে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

চ্যাম্পিয়নস লিগেই ঘা শুকোল রিয়ালের

নির্বাচিত সরকারই রাজনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি: রবিউল

ঢাকাস্থ কূটনীতিকদের সঙ্গে বৈঠক / দেশ পরিচালনার কর্মপরিকল্পনা জানাল বিএনপি

আর্কটিক ঠান্ডায় চ্যাম্পিয়ন্স লিগে ধরাশায়ী ম্যানসিটি

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিয়েছে ভারত

অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা, যা বললেন

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

১০

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

১১

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

১২

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

১৩

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

১৪

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

১৫

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

১৬

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

১৭

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

১৮

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

১৯

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

২০
X