কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেনে শান্তি প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি  : সংগৃহীত
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি : সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেনে শান্তি প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ এনেছে রাশিয়া। মস্কো দাবি করেছে, তাদের (ইউরোপীয় দেশগুলোর) লক্ষ্য হলো উত্তেজনা বৃদ্ধি করা এবং যুদ্ধ দীর্ঘায়িত করা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ অভিযোগ তুলেন।

আনাদোলু এজেন্সির সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, জার্মানি এবং ফ্রান্স খোলাখুলিভাবে পূর্ব ইউক্রেন ইস্যুতে ২০১৪-২০১৫ সালের মিনস্ক চুক্তি লঙ্ঘনের কথা স্বীকার করেছে। অন্যদিকে ব্রিটেন ২০২২ সালের মার্চ মাসে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনা থেকে নিরুৎসাহিত করেছিল।

মস্কোতে এক সংবাদ সম্মেলনে মারিয়া জোর দিয়ে বলেন, এই দেশগুলো ইউক্রেনীয় সংকট সমাধানের জন্য কোনো প্রচেষ্টা করেনি, যা ইউক্রেনের বিষয়ে তাদের অবস্থানকে অপ্রাসঙ্গিক করে তোলে।

তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর বর্তমান দৃষ্টিভঙ্গি ক্রমবর্ধমান উত্তেজনা এবং রুশোফোবিয়ার ওপর ভিত্তি করে তৈরি। যদি তারা তাদের মৌলিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে; তাহলে আমরা তাদের প্রচেষ্টা বিবেচনা করব। কিন্তু আপাতত, তাদের উন্মত্ত অবস্থান বিবেচনা করার কোনো ভিত্তি নেই।

জাখারোভা আরও দাবি করেন, ইউরোপীয় দেশগুলো সক্রিয়ভাবে সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিরোধিতা করছে। যা ইঙ্গিত দেয় যে- ইউরোপের কিছু রাজনৈতিক শক্তি ইচ্ছাকৃতভাবে আলোচনা শুরু করার যেকোনো প্রচেষ্টাকে বাধা দিচ্ছে।

তিনি বলেন, তারা 'শান্তি' এবং 'সমাধান' শব্দ দুটিতেই অস্বস্তি বোধ করছে। তারা এটা চায় না। তাদের লক্ষ্য হলো উত্তেজনা বৃদ্ধি করা এবং যুদ্ধ দীর্ঘায়িত করা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তাকে সমর্থনকারী ইউরোপীয় নেতারা ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের জন্য বিশ্বের প্রতি চাপ অব্যাহত রেখেছেন।

ইউরোপ ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর কথা ভাবছে এমন খবরের বিষয়ে জাখারোভা সতর্ক করে দিয়ে বলেন, যে কোনো অজুহাতে বিদেশি সামরিক ইউনিট বা ঘাঁটি মোতায়েন করা একেবারে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এর অর্থ হবে, ওই দেশগুলো (ইউক্রেনে সেনা পাঠানো দেশ) সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হচ্ছে। আমরা আমাদের সমস্ত উপায়ে এর প্রতিক্রিয়া জানাব। এই ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে উল্লেখযোগ্যভাবে আরও খারাপ করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

শেখ হাসিনার বিষয়ে দুই দেশকে কী করতে হবে, জানালেন বিক্রম মিশ্রি

দাফনের ১৯ দিন পর স্কুলছাত্রীর লাশ উত্তোলন

ভালোবাসার শিখরে থেকেই বিদায় নিতে চান তাহসান

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধীর পাঁচ শতাধিক শিক্ষার্থী

বিচ্ছেদের পথে থাকে যেসব ছোট ছোট কারণ

দেশের জন্য উৎসর্গ প্রাণ, বাবার দেখা হলো না সন্তানের মুখ

সব দল একমত হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব : গোলাম পরওয়ার

ডা. আজিজুর রহমান মারা গেছেন

নির্বাচনী জোটে যাওয়া নিয়ে সিদ্ধান্ত জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

১০

তারেক রহমানের বক্তব্যের প্রশংসায় শিশির মনির

১১

বিসিবি নির্বাচন / ভোট গণনার সময় যে বার্তা দিলেন তামিম

১২

ব্রহ্মপুত্র নদে ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

১৩

গবেষণা / ঘুম না হলে সহজ ব্যায়ামে মিলতে পারে সমাধান

১৪

ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৫

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৬

স্রোতের মধ্যে জীবন বাজি রেখে বাঁধ রক্ষা, মহাবিপর্যয় এড়াল বিজিবি

১৭

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

১৮

১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে উধাও ব্যাংকের ম্যানেজার

১৯

কেন দীপিকাকে দেখেই বদলে গেল রণবীরের মুখ

২০
X