শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:২৫ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

সেনাসদস্যদের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত
সেনাসদস্যদের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে আরও সেনাসদস্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া। রাশিয়ার ফ্রন্টলাইনের সামর্থ্য বাড়াতে অতিরিক্ত ২৫ হাজার থেকে ৩০ হাজার সেনা পাঠাতে যাচ্ছে দেশটি। এতে রাশিয়ার পক্ষে লড়াইরত উত্তর কোরীয় সেনার সংখ্যা প্রায় তিন গুণ হতে যাচ্ছে।

ইউক্রেনের এক গোপন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএনের মূল্যায়ন অনুযায়ী, আগামী মাসগুলোতেই সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে। তারা নভেম্বরে পাঠানো ১১ হাজার সৈন্যের সঙ্গে যোগ দেবেন, যারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ প্রতিহত করতে সাহায্য করেছিল।

পশ্চিমা কর্মকর্তাদের মতে, প্রথম ধাপে মোতায়েনের সময় উত্তর কোরিয়ার প্রায় চার হাজার সেনাসদস্য নিহত বা আহত হয়েছেন। মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সহযোগিতা তখন থেকেই উষ্ণ হয়েছে।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘যুদ্ধ ইউনিটগুলোকে আরও একীভূত করার’ লক্ষ্যে ‘প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং গোলাবারুদ’ সরবরাহ করতে সক্ষম। রাশিয়ান সামরিক বিমানগুলোকে কর্মী বহনের জন্য পুনরায় ফিট করা হচ্ছে, এমন লক্ষণ রয়েছে। সিএনএনের প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে নতুন সেনা মোতায়েনের সম্ভাব্য প্রস্তুতি দেখা গেছে।

নথিতে আরও বলা হয়েছে, ‘একটি বড় সম্ভাবনা রয়েছে’ যে উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়া-অধিকৃত ইউক্রেনের কিছু অংশে যুদ্ধে নিযুক্ত থাকবে 'রাশিয়ান দলকে শক্তিশালী করার জন্য, যার মধ্যে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযানও' অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ জানিয়েছে, উত্তর কোরিয়া এরই মধ্যে সেনা নির্বাচনের কাজ শুরু করেছে, জুলাই বা আগস্টে তাদের পাঠানো হতে পারে। ইউক্রেন যুদ্ধে প্রথম থেকেই রাশিয়ায় সহায়তা করে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।

২০২৪ সালেই পিয়ংইয়ং মস্কোকে অন্তত ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৯০ লাখ গোলাবারুদ সরবরাহ করেছে বলে জাতিসংঘের ১১টি দেশের একটি যৌথ প্রতিবেদন জানিয়েছে। এ ছাড়া রুশ ভাষায় অনূদিত উত্তর কোরীয় আর্টিলারি প্রশিক্ষণ ম্যানুয়ালও উদ্ধার করেছে ইউক্রেনীয় গোয়েন্দারা।

উত্তর কোরিয়া প্রাথমিকভাবে ২০২৪ সালের শরৎকালে রাশিয়ায় ১১ হাজার সেনা পাঠিয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত এপ্রিলের শেষের দিকে বিষয়টি নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে তারেক রহমান 

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)

সহজ ম্যাচ ঘাম ঝড়িয়ে জিতল বাংলাদেশ

ফ্লোটিলায় ইসরায়েলের হামলা / শুক্রবার বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মালয়েশিয়া প্রবাসী আহত

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন!

সুপারির বাম্পার ফলন, লাভের মুখ দেখছেন চাষিরা

প্রতিমা বিসর্জনেও ‘ফিলিস্তিন মুক্তির’ প্রার্থনা

মধ্যরাত থেকে মেঘনা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন

১০

গণঅভ্যুত্থানে সাংবাদিকদের কার্যক্রমকে অস্বীকার, বাগছাস নেতাকে আলটিমেটাম

১১

এনসিপি থেকে আরও ২ নেতার পদত্যাগ

১২

দেশকে উন্নতির শিখরে নিতে একযোগে কাজ করতে হবে : শিমুল বিশ্বাস

১৩

বোনের চল্লিশার মুরগি আনতে গিয়ে সড়কে গেল ভাইয়ের প্রাণ

১৪

ছাত্রদলে যোগ দিলেন ইউনিয়ন শিবির সভাপতি

১৫

গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা 

১৬

মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সড়কে স্থানীয়রা

১৭

দুর্গাপূজায় ডিউটিরত আনসার কমান্ডারের মৃত্যু

১৮

‘অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না গ্রামে’

১৯

লাউয়াছড়া উদ্যানে হঠাৎ গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা, ভোগান্তিতে পর্যটকরা

২০
X