কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১১:০৩ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

হামলার শিকার হয়েছিল প্রিগোজিনের বিমান?

দুর্ঘটনায় বিধ্বস্ত বিমান। ছবি : এএফপি
দুর্ঘটনায় বিধ্বস্ত বিমান। ছবি : এএফপি

রাশিয়ার ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনারের শীর্ষ নেতাদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহী নিহত হয়েছেন। ফ্লাইট ট্রাকার ওয়েবসাইটের তথ্যমতে, বিমানটি বিধ্বস্ত হওয়ার ৩০ সেকেন্ড আগেও সবকিছু স্বাভাবিক ছিল। তবে আকস্মিক দুর্ঘটনায় পড়ে বিমানটি।

বার্তা সংস্থা রয়টার্স রাশিয়ার এভিয়েশন এজেন্সি রোসাভিয়াৎসিয়ার বরাতে জানিয়েছে, ১০ আরোহী নিয়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি মস্কো থেকে সেন্ট পিটাসবার্গের দিকে যাত্রা করছিল। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, এটি টিভের অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে।

সুইডিশ ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর কর্মকর্তা লান পেটচনিক বলেন, বিকেল ৩টা ১৯ মিনিট বিমানটি আকস্মিক খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময়ে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে বিমানটি তার ২৮ হাজার ফিট উচ্চতা থেকে ৮ হাজার ফিট নিচে নেমে আসে।

পেটচনিক বলেন, যা ই ঘটেছে তা খুব দ্রুত ঘটেছে। মনে হচ্ছে বিমানের সাথে তারা যুদ্ধ করেছিলেন। এরপর বিমানটি নাটকীয়ভাবে পড়ে যায়। তবে এতে দুর্ঘটনার সময়ে কোনো ত্রুটি দেখা দেয়নি।

দুর্ঘটনার এক ভিডিওতে দেকা গেছে, দুর্ঘটনার সময়ে বিমানটি সোজা নাক বরাবর নিচে পড়েছে এবং এর পেছনে ধোঁয়ার কুন্ডলি দেখা গেছে।

রাশিয়ার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য হামলার আশঙ্কা সামনে রেখে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে নাম অপ্রকাশিত রেখে রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, হয়তো গুলি করে অথবা এক বা একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিমানটি ভূপাতিত করা হয়েছে। যদিও বার্তা সংস্থা রয়টার্স এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

বিমানটির নির্মাতা সংস্থা জানিয়েছে, সম্প্রতিক সময়ে বিমানটিতে কোনো ত্রুটি দেখা দেয়নি বা তারা কোনো ধরণের রক্ষাণাবেক্ষণ সেবা দেয়নি। তবে বিমানটিতে ১৩টি আসন ছিল।

উল্লেখ্য, রাশিয়ার মস্কোর টিভের অঞ্চলে একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) বিকেলে টিভের অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া ওই বিমানে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনও ছিলেন বলে আশঙ্কা করছে রুশ সরকারি বার্তা সংস্থা তাস।

এদিকে মস্কোর এই বিমান বিধ্বস্তের ঘটনার পেছেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘(রাশিয়ায়) কী ঘটেছে, তা আমি জানি না। তবে আমি আশ্চর্য হয়নি। রাশিয়ায় এমন কিছু ঘটে না, যেখানে পুতিনের হাত নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়

বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

১০

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

১১

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

১২

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

১৩

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১৪

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১৫

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

১৬

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

১৭

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

১৮

এবার আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

১৯

‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন কালবেলার আমজাদ

২০
X