কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১১:০৩ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

হামলার শিকার হয়েছিল প্রিগোজিনের বিমান?

দুর্ঘটনায় বিধ্বস্ত বিমান। ছবি : এএফপি
দুর্ঘটনায় বিধ্বস্ত বিমান। ছবি : এএফপি

রাশিয়ার ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনারের শীর্ষ নেতাদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহী নিহত হয়েছেন। ফ্লাইট ট্রাকার ওয়েবসাইটের তথ্যমতে, বিমানটি বিধ্বস্ত হওয়ার ৩০ সেকেন্ড আগেও সবকিছু স্বাভাবিক ছিল। তবে আকস্মিক দুর্ঘটনায় পড়ে বিমানটি।

বার্তা সংস্থা রয়টার্স রাশিয়ার এভিয়েশন এজেন্সি রোসাভিয়াৎসিয়ার বরাতে জানিয়েছে, ১০ আরোহী নিয়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি মস্কো থেকে সেন্ট পিটাসবার্গের দিকে যাত্রা করছিল। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, এটি টিভের অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে।

সুইডিশ ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর কর্মকর্তা লান পেটচনিক বলেন, বিকেল ৩টা ১৯ মিনিট বিমানটি আকস্মিক খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময়ে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে বিমানটি তার ২৮ হাজার ফিট উচ্চতা থেকে ৮ হাজার ফিট নিচে নেমে আসে।

পেটচনিক বলেন, যা ই ঘটেছে তা খুব দ্রুত ঘটেছে। মনে হচ্ছে বিমানের সাথে তারা যুদ্ধ করেছিলেন। এরপর বিমানটি নাটকীয়ভাবে পড়ে যায়। তবে এতে দুর্ঘটনার সময়ে কোনো ত্রুটি দেখা দেয়নি।

দুর্ঘটনার এক ভিডিওতে দেকা গেছে, দুর্ঘটনার সময়ে বিমানটি সোজা নাক বরাবর নিচে পড়েছে এবং এর পেছনে ধোঁয়ার কুন্ডলি দেখা গেছে।

রাশিয়ার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য হামলার আশঙ্কা সামনে রেখে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে নাম অপ্রকাশিত রেখে রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, হয়তো গুলি করে অথবা এক বা একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিমানটি ভূপাতিত করা হয়েছে। যদিও বার্তা সংস্থা রয়টার্স এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

বিমানটির নির্মাতা সংস্থা জানিয়েছে, সম্প্রতিক সময়ে বিমানটিতে কোনো ত্রুটি দেখা দেয়নি বা তারা কোনো ধরণের রক্ষাণাবেক্ষণ সেবা দেয়নি। তবে বিমানটিতে ১৩টি আসন ছিল।

উল্লেখ্য, রাশিয়ার মস্কোর টিভের অঞ্চলে একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) বিকেলে টিভের অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া ওই বিমানে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনও ছিলেন বলে আশঙ্কা করছে রুশ সরকারি বার্তা সংস্থা তাস।

এদিকে মস্কোর এই বিমান বিধ্বস্তের ঘটনার পেছেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘(রাশিয়ায়) কী ঘটেছে, তা আমি জানি না। তবে আমি আশ্চর্য হয়নি। রাশিয়ায় এমন কিছু ঘটে না, যেখানে পুতিনের হাত নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরির সুযোগ

বালু লুটে বিপর্যয়ের মুখে হাওরাঞ্চলের কৃষি ও পরিবেশ

চমক রেখে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

নিয়োগ দিচ্ছে আগোরা

বাগদান সারলেন বিজয়-রাশমিকা!

কেন মৌকে দেখে পালিয়ে যান পরীমণি?

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কোনো রোগের লক্ষণ নয়তো

শিগগির শুরু হবে ঢাকা-পাবনা রেল চলাচল

জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৮ জন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল

১২

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

১৩

যশোরে চিকিৎসাধীন বিএনপি নেতার মৃত্যু

১৪

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

১৫

আকাশপ্রেমীদের জন্য এ মাসে দারুণ খবর

১৬

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

১৮

৪ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X