ইউক্রেনের মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। এতে করে দুই বিমানের তিনজন পাইলট নিহত হয়েছেন।
শনিবার (২১ আগস্ট) দেশটির বিমানবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, শুত্রবার (২৫ আগস্ট) এল-৩৯ সিরিজের দুটি বিমান জাইটোমির অঞ্চলে দুর্ঘটনায় পড়ে। দেশটিতে পশ্চিমা বিশ্বের এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণার পর এমন দুর্ঘটনাতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের মধ্যে একজনের নাম জুইস। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে দিতে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন।
দেশটির বিমানবাহিনী টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, আমরা দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানাচ্ছি। এটি আমাদের জন্য বিরাট ক্ষতি। এ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এদিকে চলতি সপ্তাহে মিত্রদেশগুলোর সহায়তায় আগামী মাস থেকে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ওয়াশিংটনে পেন্টাগনের মুখপাত্র পাট রিডার জানান, টেক্সাস ও আরিজোনায় পাইলটদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এ সময়ে বেশকিছু পাইলটকে প্রশিক্ষণে এবং অনেককে বিমানের রক্ষণাবেক্ষণ শেখানো হবে।
হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফোনালাপে এ সময় নির্ধারণ করেন।
গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, চলতি মাসের শুরুতে ১১টি দেশের সহযোগিতায় ডেনমার্কে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ন্যাটোভুক্ত দেশ ডেনমার্ক ও নেদারল্যান্ডস পাইলটদের প্রশিক্ষণ, কর্মী সহায়তা, রক্ষণাবেক্ষণসহ বিমানের যুদ্ধকালীন যাবতীয় সহায়তা দিচ্ছে।
ডেনমার্কের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ট্রয়েলস পলসেন জুলাই মাসে জানান, আশা করা হচ্ছে, ২০২৪ সালের শুরুতে পাইলটদের প্রশিক্ষণ শেষ হবে।
মন্তব্য করুন