কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কিকে আলটিমেটাম দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি। ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি প্রস্তাব ফাঁস হয়েছে। এ প্রস্তাব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগেই পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতির জন্য তিনি জেলেনস্কিকে আলটিমেটামও দিয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) বাতাংসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রস্তাবে সম্মতি জানানোর জন্য জেলেনস্কিকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। এ সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না মিললে প্রস্তাব থেকে যুক্তরাষ্ট্র সরে যাবে। এ ছাড়া ইউক্রেনের প্রতি যাবতীয় মার্কিন সমর্থন ও সহায়তাও বন্ধ হয়ে যাবে।

ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ‘ভালো সম্পর্ক’ থাকায় তিনি ভাবতেন যুদ্ধ অনেক আগেই শেষ হবে। কিন্তু শীতের আগমন, বাড়তে থাকা প্রাণহানি এবং ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

তিনি বলেন, আমাদের কাছে একটি পরিকল্পনা আছে, যা ঘটছে তা ভয়াবহ। আমরা শান্তির পথে পৌঁছানোর একটি উপায় পেয়েছি বলে মনে করি। আর সেটি শেষ পর্যন্ত জেলেনস্কিকেই অনুমোদন করতে হবে।

রয়টার্সে দেখা খসড়া অনুযায়ী ওয়াশিংটনের ২৮ দফার এই পরিকল্পনায় ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দেওয়া, সামরিক সক্ষমতায় সীমাবদ্ধতা মেনে নেওয়া এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে বলা হয়েছে। একইসঙ্গে এতে এমন কিছু প্রস্তাবও রয়েছে যা মস্কো হয়তো আপত্তি করতে পারে—যেমন দখলকৃত কিছু এলাকা থেকে রুশ সেনাদের পিছু হটার শর্ত।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা ‘চূড়ান্ত সমাধানের ভিত্তি’ হতে পারে। তবে তিনি দাবি করেন, কিয়েভ ও তাদের ইউরোপীয় মিত্ররা ইউক্রেনে রাশিয়ার অগ্রগতির বাস্তবতা বুঝতে পারছে না।

অন্যদিকে জেলেনস্কি শুক্রবার সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এমন কোনো শান্তি পরিকল্পনা ইউক্রেনকে তার মর্যাদা ও স্বাধীনতা হারানোর ঝুঁকিতে ফেলতে পারে—এমনকি ওয়াশিংটনের সমর্থনও কমে যেতে পারে।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে ওভাল অফিসে বৈঠকের সময় তিনি জেলেনস্কিকে বলেছিলেন যে তিনি ‘নিজের শর্তে যুদ্ধ শেষ করার মতো কার্ড হাতে রাখেন না।’

ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত তাকে এমন কিছু মেনে নিতে হবে যা এখন পর্যন্ত তিনি মানতে চাননি। আমার মনে হয়, এক বছর আগে, দুই বছর আগে চুক্তি করা উচিত ছিল। সবচেয়ে ভালো চুক্তি হতো যদি এই যুদ্ধ কখনো শুরুই না হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

প্রথমবারের মতো নারী ক্রিকেট দল গঠন করেই চ্যাম্পিয়ন চবি

শেরাটনে জড়ো হচ্ছে ৬ দলের ক্রিকেটাররা, দুপুর ১টায় সংবাদ সম্মেলন

সেই পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে বিসিবি

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

১০

ভাতে মারার চেষ্টা করা হয়েছে: অভিষেক

১১

নির্বাচনী ব্যয় বড় আকারে বাড়ছে

১২

নাজমুল পদত্যাগ না করায় হোটেলেই ক্রিকেটাররা, প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা

১৩

লুটপাটের সময় ২ ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা

১৪

রাবিতে ছুটি নিতে ১৭ দপ্তরে ধর্ণা, ভোগান্তিতে শিক্ষক-কর্মকর্তারা

১৫

ইন্ডাস্ট্রির নায়করা নিরাপত্তাহীনতায় ভোগেন: ইমরান হাশমি

১৬

রশিদদের বিদেশি লিগ খেলায় লাগাম টানছে আফগান বোর্ড

১৭

মেকআপ করলে সমস্যা, না করলেও সমস্যা!: হিমি

১৮

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

১৯

জ্বালানি তেল নিয়ে সুখবর

২০
X