কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০১:১০ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

রুশ সেনা সদরদপ্তরের নিয়ন্ত্রণ নিল ওয়াগনার

নিয়ন্ত্রণে নেওয়া সেনা সদরদপ্তরে টহলরত ওয়াগনার সেনারা। ছবি : সংগৃহীত
নিয়ন্ত্রণে নেওয়া সেনা সদরদপ্তরে টহলরত ওয়াগনার সেনারা। ছবি : সংগৃহীত

রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সেনা সদরদপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাশিয়ার সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের সেনা সদরদপ্তরে বিচরণ করছে ওয়াগনার সেনারা। আর সেটির ভেতর অবস্থান করছেন রুশ ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন।

এর আগে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাওয়া ও বর্তমান সামরিক নেতৃবৃন্দকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। এ ঘোষণার পরই সামনে এলো রুশ সেনাদের একটি সদরদপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার।

শনিবার (২৪ জুন) ওয়াগনার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে প্রিগোজিন বলেন, ‘আমরা সকাল ৭টা ৩০ মিনিট থেকে সদরদপ্তরে রয়েছি। বিমানঘাঁটিসহ রোস্তভের সামরিক জায়গাগুলো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে বিমানগুলো যুদ্ধের কাজে উড়ে যাচ্ছে, সেগুলো স্বাভাবিকভাবেই ছেড়ে যাচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না। মেডিকেল ফ্লাইটগুলো যথারীতি রওনা হচ্ছে। আমরা যা করেছি, তা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, যাতে যুদ্ধবিমান আমাদের আঘাত না করে ইউক্রেনের দিকে হামলা চালায়।’

প্রিগোজিন বলেন, তিনি রোস্তভ-অন-ডনে আছেন এবং তার সেনারা সেখানকার কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে না।

তিনি বলেন, ‘প্রধান সদরদপ্তর, প্রধান নিয়ন্ত্রণ পয়েন্ট স্বাভাবিক কাজ চালিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কোনো কর্মকর্তাদের আঘাত করা হয়নি।’

এর আগে আরেক ভিডিও বার্তায় ওয়াগনার প্রধান জানান, তার সেনারা এই শহরটি অবরুদ্ধ করবে এবং রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাবে; যতক্ষণ না প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এবং জেনারেল ভেলেরি গেরাসিমোভ তাদের সঙ্গে দেখা করতে না আসছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অপর এক ভিডিওতে দেখা যায়, ওয়াগনার প্রধান প্রিগোজিন দুজন জেনারেলের সঙ্গে বসে আছেন। যার মধ্যে একজন হলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেসেভ। এই জেনারেল এর আগে একটি ভিডিও প্রকাশ করেছিলেন; সেখানে তিনি প্রিগোজিনকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে রাশিয়ার লিপেটস্কের আঞ্চলিক গভর্নর বলেছেন, লিপেটস্ক ও ভোরোনেজ অঞ্চলের মধ্যে সীমান্তে এম৪ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে তিনি বলেছিলেন, একটি রাশিয়ান সামরিক কনভয় মহাসড়কে দেখা গেছে। এম৪ মহাসড়কটি মস্কোকে রোস্তভ এবং এর প্রধান শহর রোস্তভ-অন-ডনসহ দক্ষিণ অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে। যেখানে সশস্ত্র ওয়াগনার বাহিনীর সেনা দেখা গেছে। সূত্র: সিএনএন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

ব্রিজ উদ্বোধনের আগেই প্যান্ডেল ভাঙচুর

কুলদীপ–প্রসিধের চার উইকেট, জয়সওয়ালের শতকে সিরিজ ভারতের

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা

১০

‘ডরে আমার ভয় কাঁপতেছে’, প্রেস সচিবের ‘রহস্যময়’ পোস্ট

১১

ডিইউজের সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ পুনর্নির্বাচিত

১২

ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, ব্যাপক ধরপাকড়

১৩

বুসকেটস–আলবার বিদায়ক্ষণে মেসির ‘আরেক ফিনালিসিমা’

১৪

ব্রাকসু নির্বাচনে ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স বাতিলের আবেদন

১৫

পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

১৬

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

১৭

বিশ্বকাপ ড্র ঘিরে আলোচনায় বাবা ভাঙার ‘উদ্বেগজনক’ ভবিষ্যদ্বাণী

১৮

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

১৯

অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির শরীয়তপুর গড়ে তুলব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

২০
X