কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০১:১০ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

রুশ সেনা সদরদপ্তরের নিয়ন্ত্রণ নিল ওয়াগনার

নিয়ন্ত্রণে নেওয়া সেনা সদরদপ্তরে টহলরত ওয়াগনার সেনারা। ছবি : সংগৃহীত
নিয়ন্ত্রণে নেওয়া সেনা সদরদপ্তরে টহলরত ওয়াগনার সেনারা। ছবি : সংগৃহীত

রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সেনা সদরদপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাশিয়ার সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের সেনা সদরদপ্তরে বিচরণ করছে ওয়াগনার সেনারা। আর সেটির ভেতর অবস্থান করছেন রুশ ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন।

এর আগে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাওয়া ও বর্তমান সামরিক নেতৃবৃন্দকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। এ ঘোষণার পরই সামনে এলো রুশ সেনাদের একটি সদরদপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার।

শনিবার (২৪ জুন) ওয়াগনার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে প্রিগোজিন বলেন, ‘আমরা সকাল ৭টা ৩০ মিনিট থেকে সদরদপ্তরে রয়েছি। বিমানঘাঁটিসহ রোস্তভের সামরিক জায়গাগুলো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে বিমানগুলো যুদ্ধের কাজে উড়ে যাচ্ছে, সেগুলো স্বাভাবিকভাবেই ছেড়ে যাচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না। মেডিকেল ফ্লাইটগুলো যথারীতি রওনা হচ্ছে। আমরা যা করেছি, তা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, যাতে যুদ্ধবিমান আমাদের আঘাত না করে ইউক্রেনের দিকে হামলা চালায়।’

প্রিগোজিন বলেন, তিনি রোস্তভ-অন-ডনে আছেন এবং তার সেনারা সেখানকার কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে না।

তিনি বলেন, ‘প্রধান সদরদপ্তর, প্রধান নিয়ন্ত্রণ পয়েন্ট স্বাভাবিক কাজ চালিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কোনো কর্মকর্তাদের আঘাত করা হয়নি।’

এর আগে আরেক ভিডিও বার্তায় ওয়াগনার প্রধান জানান, তার সেনারা এই শহরটি অবরুদ্ধ করবে এবং রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাবে; যতক্ষণ না প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এবং জেনারেল ভেলেরি গেরাসিমোভ তাদের সঙ্গে দেখা করতে না আসছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অপর এক ভিডিওতে দেখা যায়, ওয়াগনার প্রধান প্রিগোজিন দুজন জেনারেলের সঙ্গে বসে আছেন। যার মধ্যে একজন হলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেসেভ। এই জেনারেল এর আগে একটি ভিডিও প্রকাশ করেছিলেন; সেখানে তিনি প্রিগোজিনকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে রাশিয়ার লিপেটস্কের আঞ্চলিক গভর্নর বলেছেন, লিপেটস্ক ও ভোরোনেজ অঞ্চলের মধ্যে সীমান্তে এম৪ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে তিনি বলেছিলেন, একটি রাশিয়ান সামরিক কনভয় মহাসড়কে দেখা গেছে। এম৪ মহাসড়কটি মস্কোকে রোস্তভ এবং এর প্রধান শহর রোস্তভ-অন-ডনসহ দক্ষিণ অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে। যেখানে সশস্ত্র ওয়াগনার বাহিনীর সেনা দেখা গেছে। সূত্র: সিএনএন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইটপাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার

আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

কেন নিজের ‘বিকিনি’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলেন শর্মিলা?

বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ প্রতিনিধি যোগ দিলেন ছাত্রদলে

ধীরে ধীরে খেলে কি সত্যি ওজন কমে?

চীন সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান

বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল সহিদুল, রাতে ডাকাতির চেষ্টা

সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? মেনে চলুন এই ৬ টিপস

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

১০

চাঁদা না দেওয়ায় গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

১১

মাদকসেবন করে মাতলামি করায় যুবকের কারাদণ্ড

১২

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা 

১৩

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী আপিল শুনানি ৪ নভেম্বর 

১৪

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

১৫

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

১৬

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

১৭

টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা 

১৮

গ্রিন কার্ডের আবেদনে আসছে বড় পরিবর্তন

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X