কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০১:৫৬ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ
বিদ্রোহের পর

জাতির উদ্দেশে ভাষণ দেবেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহ শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলতে যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। বার্তা সংস্থা তাস নিউজ।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জুন) রাতে ইউক্রেন থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভে প্রবেশ করে ওয়াগনার সেনারা। এরপর সেখানকার সেনা সদরদপ্তর দখল করে তারা। বর্তমানে সেখানেই রয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন।

রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকোভ জানিয়েছেন, সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে পুতিনকে শুরু থেকেই সার্বক্ষণিকভাবে অবহিত করা হচ্ছে। বিষয়টি আরও ঘোলাটে হওয়ায় জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। তার এ ভাষণটি টেলিভিশনে প্রচার করা হবে।

এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সেনা সদরদপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাশিয়ার সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের সেনা সদরদপ্তরে বিচরণ করছে ওয়াগনার সেনারা। আর সেটির ভেতর অবস্থান করছেন রুশ ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন।

এর আগে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাওয়া ও বর্তমান সামরিক নেতৃবৃন্দকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। এ ঘোষণার পরই সামনে এলো রুশ সেনাদের একটি সদরদপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার।

শনিবার (২৪ জুন) ওয়াগনার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে প্রিগোজিন বলেন, ‘আমরা সকাল ৭টা ৩০ মিনিট থেকে সদরদপ্তরে রয়েছি। বিমানঘাঁটিসহ রোস্তভের সামরিক জায়গাগুলো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে বিমানগুলো যুদ্ধের কাজে উড়ে যাচ্ছে, সেগুলো স্বাভাবিকভাবেই ছেড়ে যাচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না। মেডিকেল ফ্লাইটগুলো যথারীতি রওনা হচ্ছে। আমরা যা করেছি, তা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, যাতে যুদ্ধবিমান আমাদের আঘাত না করে ইউক্রেনের দিকে হামলা চালায়।’

প্রিগোজিন বলেন, তিনি রোস্তভ-অন-ডনে আছেন এবং তার সেনারা সেখানকার কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে না।

তিনি বলেন, ‘প্রধান সদরদপ্তর, প্রধান নিয়ন্ত্রণ পয়েন্ট স্বাভাবিক কাজ চালিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কোনো কর্মকর্তাদের আঘাত করা হয়নি।’

এর আগে আরেক ভিডিও বার্তায় ওয়াগনার প্রধান জানান, তার সেনারা এই শহরটি অবরুদ্ধ করবে এবং রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাবে; যতক্ষণ না প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এবং জেনারেল ভেলেরি গেরাসিমোভ তাদের সঙ্গে দেখা করতে না আসছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অপর এক ভিডিওতে দেখা যায়, ওয়াগনার প্রধান প্রিগোজিন দুজন জেনারেলের সঙ্গে বসে আছেন। যার মধ্যে একজন হলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেসেভ। এই জেনারেল এর আগে একটি ভিডিও প্রকাশ করেছিলেন; সেখানে তিনি প্রিগোজিনকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে রাশিয়ার লিপেটস্কের আঞ্চলিক গভর্নর বলেছেন, লিপেটস্ক ও ভোরোনেজ অঞ্চলের মধ্যে সীমান্তে এম৪ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে তিনি বলেছিলেন, একটি রাশিয়ান সামরিক কনভয় মহাসড়কে দেখা গেছে। এম৪ মহাসড়কটি মস্কোকে রোস্তভ এবং এর প্রধান শহর রোস্তভ-অন-ডনসহ দক্ষিণ অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে। যেখানে সশস্ত্র ওয়াগনার বাহিনীর সেনা দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

বুয়েটের শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য : খোকন

ডাকসু নির্বাচন / আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

১০

দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, হিসাব মেলাতে পারছে না ইসরায়েল

১১

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

১২

দেশে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

১৩

ভিক্ষুকের বাসায় মিলল ৩ ভরি সোনা ও সাড়ে ৪ লাখ টাকা

১৪

জেলেই মারা গেলেন আসামি, কবরে গিয়ে ক্ষমা চাইল পুলিশ

১৫

এবার ভারতের পানিতে ডুববে পাকিস্তান!

১৬

চীন থেকে দুই জাহাজ কিনছে সরকার

১৭

ধারের টাকা শোধ না করায় এসপির পদাবনতি

১৮

রদ্রিগোর বিস্ফোরক মন্তব্যে রিয়াল মাদ্রিদে ঝড়!

১৯

মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল কে এই শরিফুল?

২০
X