ইতালিতে আগামী বুধবার (২৮ জুন ) ঈদুল আজহা পালিত হবে। দেশটির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ ৬০ হাজার বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিম ধর্মাবলম্বীরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করবেন। সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করা হয় ইউরোপের দেশগুলোতে।
ইতোমধ্যে ঈদকে সামনে রেখে প্রবাসে পশু কোরবানি করতে প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রবাসীরা। রোমে কোরবানির অর্ডার নিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কেউ আবার ব্যক্তি উদ্যোগে কোরবানি দিচ্ছেন বলে জানান প্রবাসী বাংলাদেশিরা।
ইতালি প্রশাসনের অনুমতি সাপেক্ষে দেশটির বিভিন্ন শহরের মসজিদগুলোতে ও ইতালির রাজধানী রোমে ভিক্টোরিয়া পার্কে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ইতালির ভেনিস, নাপোলি, ভেসেন্সা, কাতানিয়া, আনকোনা, রিমিনি, ভেনিস, নোভারা, ভারেজে, গালারাতে, লিগ্নিয়ানো, কোমো, লেক্কো, পিয়েলতেল্লো, ব্রেসিয়া, মোনছা, কারনাতেসহ মিলান লোম্বার্দীয়ার বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলা কমিউনিটির নেতারা।
মন্তব্য করুন