কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৬:৪২ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বেলারুশে ওয়াগনার বাহিনী, ন্যাটোতে আতঙ্ক

ইয়েভজেনি প্রিগোজিন (বাঁয়ে) ও জেন্স স্টলটেনবার্গ। ছবি: সংগৃহীত
ইয়েভজেনি প্রিগোজিন (বাঁয়ে) ও জেন্স স্টলটেনবার্গ। ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় এখন ভাড়াটে যোদ্ধা ওয়াগনার বাহিনী। রাশিয়ায় সেনা অভ্যুত্থান বন্ধ করে তারা এখন দলে দলে পাড়ি জমাচ্ছে প্রতিবেশী বেলারুশে। লোকাশেঙ্কোর দেশে ভয়ংকর এই গোষ্ঠীর অবস্থান নিয়ে আতঙ্কে পড়ে গেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। নেতাদের শঙ্কা, যদি বেলারুশে ওয়াগনার তার যোদ্ধাদের মোতায়েন করে তাহলে আশপাশের সব দেশের মধ্যে অস্থিতিশীলতা আরও বাড়বে, আরও বড় বিপদের মুখোমুখি হবে দেশগুলো।

মঙ্গলবার (২৭ জুন) নেদারল্যান্ডসের রাজধানী হেগে ন্যাটোর এক বৈঠকে এমন শঙ্কা প্রকাশ করেছে জোটটির পূর্ব ইউরোপীয় দেশগুলো। বৈঠকে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গসহ উপস্থিত ছিলেন জোটটির ৬ সদস্য দেশের সরকারি কর্মকর্তারা। শঙ্কিত দেশগুলোর নিরাপত্তার আশ্বাস দিয়েছেন স্টলটেনবার্গ। তিনি বলেছেন, যে কোনো হুমকি থেকে নিজেদের রক্ষা করতে প্রস্তুত ন্যাটো।

বেলারুশে ওয়াগনারের উপস্থিতি সবচেয়ে বেশি চিন্তায় ফেলে দিয়েছে ন্যাটো জোটভুক্ত প্রতিবেশী পোল্যান্ডকে। চির বৈরী এই দেশ দুটির মধ্যে যে কোনো সময় বেধে যেতে পারে সংঘাত। এমনকি ওয়াগনার বাহিনীকে উসকে দিয়ে পোল্যান্ডে হামলাও চালানো হতে পারে। এ নিয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, বিষয়টি গুরুতর এবং উদ্বেগজনক। কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

জবাবে ন্যাটো মহাসচিব বলেন, মস্কো ও মিনস্ককে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ন্যাটোর প্রতিটি সদস্যদের নিরাপত্তার বিষয়ে। ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় জোটের সবাই প্রতিজ্ঞাবদ্ধ বলেও সতর্ক করেন। জানান, প্রতিরক্ষার জন্য এরই মধ্যে পূর্ব ইউরোপীয় সদস্য দেশগুলোতে সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে চুক্তি অনুযায়ী, মঙ্গলবার মিনস্কে পৌঁছেছেন ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। প্রায় ২৪ ঘণ্টার ব্যর্থ বিদ্রোহের পর রাশিয়া ছাড়ে তার দল। ওয়াগনার যোদ্ধাদের ওপর থেকে সব অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার কথা জানায় মস্কো। তারা চাইলে বেলারুশে পাড়ি জমাতে পারে, বাড়ি ফিরতে পারে কিংবা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তবে অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ মনে করছেন, অভ্যুত্থানের জেরে পুতিন সহজে ছাড় দেবেন না ওয়াগনার প্রধান প্রিগোজিনকে। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করে আসছিল ভাড়াটে এই যোদ্ধারা। বাখমুতে তার সফলতা ছিল চোখে পড়ার মতো। তবে সম্প্রতি ওয়াগনারপ্রধান প্রিগোজিন অভিযোগ করেন, সময়মতো অস্ত্র দিচ্ছে না রাশিয়া, এমনকি রুশ শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন ভয়ংকর এই যোদ্ধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন

হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

চ্যাটজিপিটির ভুল তথ্যে বিপাকে পড়লেন তরুণী

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

১০

ইউরোপ জাপান কোরিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

১১

জুলাই সনদের মতামত জমাদানের সময় বাড়ল

১২

অসুস্থ মেয়ের জন্য ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন গাজার সাবেক খেলোয়াড়

১৩

দিল্লিতে মাথায় চুল গজানোর চেষ্টায় ঢাকার সাবেক পলাতক এমপি

১৪

কালিগঞ্জে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

১৫

রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ ২৪ আগস্ট

১৬

টয়লেটে বসে দীর্ঘ সময় কাটান? যে ভয়াবহ রোগের ঝুঁকির কথা বলছেন বিশেষজ্ঞরা

১৭

শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করলেন বাঁধন 

১৮

বেতন বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের মেহেরপুরে পৌরসভা ঘেরাও

১৯

বিশ্ব মশা দিবস / মশা দমনে সচেতনতাই আনবে কাঙ্ক্ষিত সফলতা

২০
X