শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৬:৪২ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বেলারুশে ওয়াগনার বাহিনী, ন্যাটোতে আতঙ্ক

ইয়েভজেনি প্রিগোজিন (বাঁয়ে) ও জেন্স স্টলটেনবার্গ। ছবি: সংগৃহীত
ইয়েভজেনি প্রিগোজিন (বাঁয়ে) ও জেন্স স্টলটেনবার্গ। ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় এখন ভাড়াটে যোদ্ধা ওয়াগনার বাহিনী। রাশিয়ায় সেনা অভ্যুত্থান বন্ধ করে তারা এখন দলে দলে পাড়ি জমাচ্ছে প্রতিবেশী বেলারুশে। লোকাশেঙ্কোর দেশে ভয়ংকর এই গোষ্ঠীর অবস্থান নিয়ে আতঙ্কে পড়ে গেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। নেতাদের শঙ্কা, যদি বেলারুশে ওয়াগনার তার যোদ্ধাদের মোতায়েন করে তাহলে আশপাশের সব দেশের মধ্যে অস্থিতিশীলতা আরও বাড়বে, আরও বড় বিপদের মুখোমুখি হবে দেশগুলো।

মঙ্গলবার (২৭ জুন) নেদারল্যান্ডসের রাজধানী হেগে ন্যাটোর এক বৈঠকে এমন শঙ্কা প্রকাশ করেছে জোটটির পূর্ব ইউরোপীয় দেশগুলো। বৈঠকে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গসহ উপস্থিত ছিলেন জোটটির ৬ সদস্য দেশের সরকারি কর্মকর্তারা। শঙ্কিত দেশগুলোর নিরাপত্তার আশ্বাস দিয়েছেন স্টলটেনবার্গ। তিনি বলেছেন, যে কোনো হুমকি থেকে নিজেদের রক্ষা করতে প্রস্তুত ন্যাটো।

বেলারুশে ওয়াগনারের উপস্থিতি সবচেয়ে বেশি চিন্তায় ফেলে দিয়েছে ন্যাটো জোটভুক্ত প্রতিবেশী পোল্যান্ডকে। চির বৈরী এই দেশ দুটির মধ্যে যে কোনো সময় বেধে যেতে পারে সংঘাত। এমনকি ওয়াগনার বাহিনীকে উসকে দিয়ে পোল্যান্ডে হামলাও চালানো হতে পারে। এ নিয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, বিষয়টি গুরুতর এবং উদ্বেগজনক। কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

জবাবে ন্যাটো মহাসচিব বলেন, মস্কো ও মিনস্ককে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ন্যাটোর প্রতিটি সদস্যদের নিরাপত্তার বিষয়ে। ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় জোটের সবাই প্রতিজ্ঞাবদ্ধ বলেও সতর্ক করেন। জানান, প্রতিরক্ষার জন্য এরই মধ্যে পূর্ব ইউরোপীয় সদস্য দেশগুলোতে সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে চুক্তি অনুযায়ী, মঙ্গলবার মিনস্কে পৌঁছেছেন ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। প্রায় ২৪ ঘণ্টার ব্যর্থ বিদ্রোহের পর রাশিয়া ছাড়ে তার দল। ওয়াগনার যোদ্ধাদের ওপর থেকে সব অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার কথা জানায় মস্কো। তারা চাইলে বেলারুশে পাড়ি জমাতে পারে, বাড়ি ফিরতে পারে কিংবা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তবে অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ মনে করছেন, অভ্যুত্থানের জেরে পুতিন সহজে ছাড় দেবেন না ওয়াগনার প্রধান প্রিগোজিনকে। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করে আসছিল ভাড়াটে এই যোদ্ধারা। বাখমুতে তার সফলতা ছিল চোখে পড়ার মতো। তবে সম্প্রতি ওয়াগনারপ্রধান প্রিগোজিন অভিযোগ করেন, সময়মতো অস্ত্র দিচ্ছে না রাশিয়া, এমনকি রুশ শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন ভয়ংকর এই যোদ্ধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১০

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

১১

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

১২

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

১৩

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে

১৪

গণঅধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া

১৫

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

১৬

পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায় : সালাহউদ্দিন আহমদ

১৭

হ্যাটট্রিক করে বিপিএলে মৃত্যুঞ্জয়ের অনন্য কীর্তি

১৮

রেকর্ড দরপতনে ইরানের রিয়াল, ডলার ছাড়াল ১৪ লাখ ৭০ হাজার

১৯

বিপিএল ছাড়ার হুমকি ঢাকা ক্যাপিটালসের

২০
X